#যুক্তরাজ্য

পণ্য সংকট দেখা দিয়েছে যুক্তরাজ্যের সুপারমার্কেটগুলোতে !

পণ্য সংকটের ধারণা থেকে অনেক ভুক্তাই অতিরিক্ত পণ্য ক্রয় করে জমা করে রাখার চেষ্টা করছেন। তবে সুপারমার্কেট থেকে অতিরিক্ত পণ্য ক্রয় না করতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছে মার্কেট কর্তৃপক্ষ।

ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছে টেসকো, আজদা, সেইনসবারি এবং লিডলের মতো কিছু সুপারমার্কেট। তারা বলছেন, পণ্য ঘাটতির পেছনে মূলত একাধিক কারণ রয়েছে।

এরমধ্যে বৃহৎ হচ্ছে লরি চালকের সংকট। টেসকো জানিয়েছে, এরফলে প্রতি সপ্তাহে ৪৮ টন খাবার নষ্ট হচ্ছে। কারণ যেসব খাবার দোকানে আসার কথা ছিল তা নষ্ট হওয়ার জন্য পরে থাকছে। এছাড়া কিছু সুপারমার্কেট বর্তমান কোভিড পরিস্থিতি ও ব্রেক্সিটের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। গত মাসেই পণ্য পরিবহনকারী কোম্পানিগুলোর সংগঠন রোড হাউলেজ অ্যাসোসিয়েশন জানিয়েছিল, সুপারমার্কেটগুলো অভিযোগ তুলছে যে, তারা তাদের প্রত্যাশিত পরিমাণ খাবার পাচ্ছে না।

বৃটিশ রিটেইল কনসোর্টিয়ামও সমস্যাটি চিহ্নিত করেছে। তবে তারা জানিয়েছে, সুপারমার্কেটগুলো এখন সরবরাহকারকদের সঙ্গে মিলে কাজ করছে যাতে করে ক্রেতাদের চাহিদা মেটানো যায়।

বর্তমানে প্রায় ১ লাখ লরি ড্রাইভারের সংকট রয়েছে বৃটেনে। মূলত কোভিড ও ব্রেক্সিটের কারণেই এটি হচ্ছে। কোভিডের কারণে পরিবহনে ব্যাপক বাধানিষেধ আরোপ করা হয়েছে। হাউলেজ কোম্পানিগুলো জানিয়েছে, ইউরোপীয় ড্রাইভাররা সিদ্ধান্ত নিয়েছে তারা ব্রেক্সিট ও কোভিডের কারণে বৃটেনে ফিরে আসবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *