#যুক্তরাজ্য

নরউইচে বাঙালির ইতিহাস সংরক্ষণের উদ্যোগ।

যুক্তরাজ্যের নরউইচে বাঙালির ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নরফোক রেকর্ড অফিসে সংরক্ষণ করা হবে বাঙালির ইতিহাস। ন্যাশনাল সেন্টার ফর রাইাটিং নামের একটি সংগঠন বাঙালিদের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। ‘বেঙ্গলি স্টোরিজ’ নামের এই ইতিহাস নরফোক রেকর্ড অফিসে সংরক্ষণ থাকবে। রেকর্ড অফিস এগুলোর প্রচার এবং বিতরণের কাজও করবে।

যুক্তরাজ্যের নরউইচ শহরে বাঙালিদের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নেয়া হয় ২০২১ সালের মে থেকে। বাঙালি ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের উদ্দেশ্যে এই উদ্যোগ নেয়া হয়।

ন্যাশনাল সেন্টার ফর রাইটিংয়ের মাধ্যমে পরিচালিত এই উদ্যোগে অর্থায়ন করছে ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ড।

সাহিত্যের শহর হিসেবে পরিচিত যুক্তরাজ্যের নরউইচ। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর ইতিহাস সংরক্ষিত রয়েছে, তবে দীর্ঘদিন ধরে সহস্রাধিক বাঙালি বসবাস করলেও বাঙালিদের ইতিহাস সংরক্ষণ করা হয়নি। ফলে ন্যাশনাল সেন্টার ফর রাইাটিং নামের একটি সংগঠন বাঙালিদের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।

‘বেঙ্গলি স্টোরিজ’ নামের এই ইতিহাস নরফোক রেকর্ড অফিসে সংরক্ষণ থাকবে। রেকর্ড অফিস এগুলোর প্রচার এবং বিতরণের কাজও করবে।

নরফোক রেকর্ড অফিসে বিভিন্ন জাতিগোষ্ঠীর ইতিহাস সংরক্ষিত আছে বলে জানান সংশ্লিষ্টরা।

বাঙালির ইতিহাস সংরক্ষণ প্রোগ্রামের সমন্বয়ক মাহবুবুর রহমান বলেন, ‘নরউইচে দীর্ঘদিন ধরেই বাঙালিরা বসবাস করেন, তবে বাঙালির ইতিহাস কখনও সংরক্ষিত হয়নি। কারণ বাঙালিরা কখনও এখানকার মূল স্রোতের সঙ্গে মিশেনি।’

তিনি বলেন, ‘আড়ালে থাকা এখানকার বাঙালির ইতিহাস উদ্ধার করে সংরক্ষণে কাজ করছি আমরা, যা বাঙালি কমিউনিটির মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।’

মাহবুব আরও বলেন, ‘বাঙালির ইতিহাস সংরক্ষণে না থাকায় দীর্ঘদিন এখানে বসবাস করেও তারা অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। তাই ইতিহাস সংরক্ষণ খুবই দরকারি। আমরা যে এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি, আমাদের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে, এটা অনুধাবন করার জন্যও ইতিহাস সংরক্ষণ করা প্রয়োজন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *