#যুক্তরাজ্য

দুটি টিকা দেয়া থাকলে ভ্রমণে কোয়ারিন্টিন লাগবে না।

দুটি টিকা দেয়া থাকলে অ্যাম্বার তালিকার দেশগুলি থেকে ইংল্যান্ডে ফিরলে ১০দিন হোম কোয়ারিন্টিনে থাকতে হবে না। আগামী ১৯ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে।

তবে তাদের অবশ্যই ফেরার আগে ও পরে পিসিআর পরীক্ষার করাতে হবে জানিয়েছেন ট্রান্সপোর্ট সেক্রেটারী গ্রান্ট শ্যাপস জানিয়েছেন।

বৃহস্পতিবার ট্রান্সপোর্ট সেক্রেটারী পার্লামেন্টে এমপিদের বলেছেন, অ্যাম্বার তালিকার জায়গা থেকে ১৮ বছর এর নিচে যারা তাদেরকেও সেলফ আইসোলেশন থেকে অব্যাহতি দেওয়া হবে।

ট্রাভেল ইন্ডাস্ট্রি লিডাররা বলছেন এই পরিবর্তনটি একটি “ইতিবাচক পদক্ষেপ” তবে অ্যাম্বার তালিকাটি সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন তারা।

বর্তমানে, অ্যাম্বার কিংবা রেড তালিকার দেশগুলি থেকে ফিরে আসা যে কোন ব্যক্তিকে ১০ দিনের কোয়ারিন্টি মানতে হচ্ছে।

শ্যাপস আরও বলেছেন: “ পুরোপুরি ভ্যাকসিনযুক্ত ভ্রমণকারীদের জন্য সবুজ এবং অ্যাম্বার তালিকার দেশগুলির প্রয়োজনীয়তা সমান।” ট্রান্সপোর্ট সেক্রেটারী আরও বলেন, ১৯ জুলাই থেকে ইংল্যান্ডের বেশিরভাগ কোভিডের বিধি-বিধানেরও অবসান হওয়ার কথা। তারপরও লোকদের অ্যাম্বার তালিকার দেশগুলিতে ভ্রমণ করা উচিত নয়।

তবে তিনি সতর্ক করে বলেন, যেকোন সময় “একটি অ্যাম্বার তালিকার দেশ লাল তালিকায় চলে যেতে পারে”, যার অর্থ হোটেল কোয়ারেন্টাইন প্রয়োজনীয় হয়ে উঠবে।

ইংল্যান্ডের ১৯ জুলাইয়ের সমস্থ নিয়মের পরিবর্তনগুলি ১২ জুলাই সর্বশেষ তথ্যের পর্যালোচনার পরে নিশ্চিত হওয়া উচিত।

স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড তাদের নিজস্ব নিয়ম তৈরি করতে সক্ষম হওয়ায় ভ্রমণের জন্য যুক্তরাজ্য সরকারের ট্র্যাফিক লাইট সিস্টেম ইংল্যান্ডে প্রযোজ্য।

৩০ টিরও কম গন্তব্য সবুজ তালিকায় রয়েছে। এর অর্থ যাত্রীরা যুক্তরাজ্যে ফিরে আসার পরে স্ব-বিচ্ছিন্ন হতে হবে না তবে তাদের কোভিড পরীক্ষার জন্য অর্থ প্রদান করতে হবে।

৫০ টিরও বেশি দেশ কঠোর লাল তালিকায় রয়েছে, যার অর্থ ১০ দিনের জন্য একটি হোটেলে স্ব-বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে।

তবে ব্রিটিশরা যেসকল দেশে ভ্রমন করেন তাদের বেশ কয়েকটি দেশ হলুদ তালিকায় রয়েছন। যেমন স্পেন, গ্রীস এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো কয়েককটি হলিডে হটস্পটস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *