#যুক্তরাজ্য

ড্রাইভিং টেস্ট প্রতারণায় এক ব্যক্তির জেল।

ড্রাইভিং টেস্টে ধারাবাহিকভাবে অন্যের পরিচয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে লন্ডনের বাসিন্দা সোলাইমান ইউসুফ শারিফকে এক বছরের কারাদণ্ড দিয়েছে সাউদ্যাম্পটন ক্রাউন কোর্ট। আদালতে প্রমাণিত হয়, তিনি ফেয়ারহাম, ক্রু, স্লাও, অক্সব্রিজ এবং নর্থ্যাম্পটনের বিভিন্ন সেন্টারে মোট আটটি তত্ত্বীয় পরীক্ষা অন্যদের হয়ে দিয়েছিলেন। এর মধ্যে ছয়টি পরীক্ষায় তিনি পাস করেন এবং দুইটিতে ফেল করেন।

ড্রাইভার অ্যান্ড ভেহিকল স্ট্যান্ডার্ডস এজেন্সি (ডিভিএসএ) জানিয়েছে, এ ধরনের প্রতারণা সড়ক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। সংস্থাটির বক্তব্য, ড্রাইভিং টেস্টে জালিয়াতি একটি অত্যন্ত গুরুতর অপরাধ এবং যেসব ব্যক্তি এমন কাজ করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে।

ডিভিএসএ আরও জানায়, তত্ত্বীয় পরীক্ষা শুধু নিয়ম জানার বিষয় নয়—এটি নিশ্চিত করে একজন চালকের নিরাপদভাবে গাড়ি চালানোর মৌলিক জ্ঞান ও সঠিক মনোভাব রয়েছে কি না। উন্নত পর্যবেক্ষণব্যবস্থা চালুর ফলে এখন আগের চেয়ে বেশি প্রতারককে শনাক্ত করা সম্ভব হচ্ছে এবং লাইসেন্স বাতিলের সংখ্যাও বাড়ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *