জানুয়ারিতে স্কুল খুলে রাখার পক্ষেই মত দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর।
কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির মধ্যেই আগামী জানুয়ারি মাসে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। সম্প্রতি একটি রিপোর্টে এমন তথ্য জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়, প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেনের এডুকেশন সেক্রেটারি নাদিম জাওয়াইকে আগামী জানুয়ারি মাসে যেকোনো মূল্যে স্কুল খুলতে নির্দেশ দিয়েছেন। বর্তমানে ব্রিটেনে ক্রিসমাসের ছুটি চলছে। এই ছুটি শেষ হলে জানুয়ারিতে স্কুলগুলো খুলে দেওয়া হবে। ব্রিটেনের স্কুলের শিক্ষা-কার্যক্রমের জন্য জানুয়ারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্রিটিশ স্কুলগুলোতে জানুয়ারি মাসে বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের পারফরম্যান্স বিবেচনা করে পরবর্তী ক্লাসে পদার্পন কিংবা গ্রেডিং সিস্টেম করতে পারেন।
এডুকেশন সেক্রেটারি নাদিম জাওয়াইয়ের ঘনিষ্ঠ একটি সূত্র সানডে টাইমসকে জানিয়েছে, সরকারের সব পক্ষই স্কুল খুলে রাখার পক্ষে।
গত জানুয়ারি মাসে করোনা ভাইরাসের কারণে স্কুল বন্ধ হয়ে গেলে শিক্ষার্থীরা বাসায় বসে অনলাইনে ক্লাস করা শুরু করে।
এদিকে ব্রিটেনে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্রিটেন জুড়ে অনেক শিক্ষার্থী আক্রান্ত হয়েছে। আর এজন্য স্কুলের সংগঠনগুলো স্কুল বন্ধ করে বাসা থেকে অনলাইনে ক্লাস নেওয়ার পক্ষে মত দিয়েছে। এর জন্যে তারা আগামী গ্রীষ্মের পরীক্ষাও বাতিলের পক্ষে তারা।





