চালকদের জন্য পেনশন চালু করছে উবার ইউকে।
ট্যাক্সি চালকদের জন্য পেনশন সুবিধা চালুর ঘোষণা দিয়েছে মোবাইল অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবার নেটওয়ার্ক উবার টেকনোলজিস। যুক্তরাজ্যের সব যোগ্য চালকদের এই সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গত মার্চ মাসে সুপ্রিম কোর্টের একটি রুলের পর ব্রিটেনের প্রায় ৭০ হাজারের বেশি তালিকাভূক্ত চালকের নাম পুনর্বিন্যাস্ত করে উবার। সেসময় চালকদের জন্য ন্যূনতম মজুরি, ছুটিতে বেতন এবং পেনশন দেওয়ার কথাও ঘোষণা করে সংস্থাটি। এই সিদ্ধান্তের ফলে উবার চালকরা ন্যূনতম মজুরি পাবেন, যা প্রতি ঘণ্টায় ৮ দশমিক ৭২ পাউন্ড।
শুক্রবার সিলিকন ভ্যালি কোম্পানিটি জানায়, চালকদের উপার্জনের ৩ শতাংশ পেনশন হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। অন্যদিকে নিজের উপার্জিত অর্থের একটি অংশ পেনশন পরিকল্পনায় জমা রাখতে পারবেন চালকরাও। তবে সেটি হতে হবে কমপক্ষে ৫ শতাংশ।
উবারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যে উবার ট্যাক্সি ড্রাইভার ইউনিয়ন জিএমবি।





