যুক্তরাজ্যে তুষার ঝড়ের পূর্বাভাস।
যুক্তরাজ্যে বড়দিনের আগে আবহাওয়া হিমাঙ্কের নিচে নেমে যেতে পারে যদিও তুষারপাতের সম্ভাবনা বা হোয়াইট ক্রিসমাসের সম্ভাবনা ক্ষীণ বলেই আবহাওয়া অফিস জানিয়েছে। যদিও কোনো অঞ্চলে বরফ পড়ে সেটি সম্ভবত দেশের উত্তরের পাহাড়গুলিতে দেখা যাবে।
মঙ্গলবার (২১ শে ডিসেম্বর ) থেকে কোথাও কোথাও তাপমাত্রার পারদ – ১ ডিগ্রি সেন্টিগ্রেডে নামবে৷
আগামী সপ্তাহে ২৭ শে ডিসেম্বর তুষার ঝড় ” ক্যারি”, নামে একটি বরফের ঝড় বা ‘তুষার বোমা’ এগিয়ে আসছে যা অত্যান্ত বিপদজনক। এ সময় গাড়ি চালানো ও লং ড্রাইভ এ অতিরিক্ত সতর্কতা অবলম্বন না করলে বিপদের সম্ভাবনা থাকবে। ভেনটুস্কি আবহাওয়ার চার্ট অনুসারে ক্রিসমাসের ঠিক পরেই দেশের উত্তরে মাত্র এক ঘন্টার মধ্যে এক সেন্টিমিটার পর্যন্ত তুষারপাত হতে দেখা যাবে।





