#যুক্তরাজ্য

ক্যাশ বুস্ট আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর।

ব্রিটেন জুড়ে হাজার হাজার পরিবারকে ৩০০ পাউন্ড পর্যন্ত মূল্যের ক্যাশ বুস্ট দেওয়া হবে। এই ক্যাশ বুস্টের আবেদনের সময় আছে আর মাত্র ১০ দিন। এই সময় পেরিয়ে গেলে আপনি আর আবেদন করতে পারবেন না। এর ফলে ক্যাশ বুস্টের টাকাও পাবেন না। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে সবাইকে বিষয়টি জানানো হয়েছে। বলা হয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর ক্যাশ বুস্ট আবেদনের শেষ দিন।

জানা গেছে, জীবনযাত্রার এই সংকট জনক সময়ে সমস্যায় থাকা পরিবারগুলো যাতে তাদের ফুড ভাউচার ও জ্বালানি বিল পরিশোধ করতে কিছুটা স্বস্তি পায় এজন্য ক্যাশ বুস্ট স্কিমের আওতায় সহায়তা দিচ্ছে ব্রিটিশ সরকার। এতে পরিবারগুলো গৃহস্থালী সহায়তা প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে নগদ অর্থের জন্য আবেদন করতে পারবে৷ আবেদন করতে সরকারি ওয়েবসাইটে গিয়ে সেখানকার নির্দেশনা অনুসরণ করতে হবে। আবেদনের পর ক্যাশ বুস্ট দেওয়ার প্রক্রিয়া কাউন্সিলভেদে ভিন্ন ভিন্ন হতে পারে। সেক্ষেত্রে আপনি আপনার সংশ্লিষ্ট কাউন্সিলের তথ্য ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। ব্রিটিশ সরকার ইতোমধ্যেই এই স্কিমের জন্য প্রতিটি লোকাল কাউন্সিলকে ১.৫ বিলিয়ন পাউন্ডের একটি শেয়ার দিয়ে দিয়েছে।

এদিকে অনেক লোকাল ফান্ড ইতিমধ্যেই তাদের আবেদন প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে কিন্তু কিছু কিছু আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত খোলা থাকবে। আপনার এলাকায় কী প্রক্রিয়া রয়েছে তা দেখতে আপনি সরকারি ওয়েবসাইটে আপনার স্থানীয় কাউন্সিল খুঁজে তথ্য নিন।

সরকারী ওয়েবসাইটে বলা হয়েছে, এই তহবিল পেতে ৩০ সেপ্টেম্বরের আগেই আবেদন করতে হবে এবং ভবিষ্যতে আর আবেদন করা যাবে না। ওয়েবসাইটে আরও বলা হয়েছে, এই হাউসহোল্ড সাপোর্ট ফান্ডের উদ্দেশ্য হল উল্লেখযোগ্যভাবে ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচে মানুষকে সহায়তা করা। কম আয়ের পরিবারগুলোকে সহায়তা প্যাকেজের আওতায় আনতে ইতোমধ্যেই অনেকগুলো ব্যবস্থা গ্রহণ করেছে ব্রিটিশ সরকার। ক্যাশ বুস্ট এগুলোর একটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *