#যুক্তরাজ্য

কলার চালান থেকে ১০০ মিলিয়ন পাউন্ডের কোকেন উদ্বার !

লন্ডনের এসেক্সে থেকে কলার চালানে করে কোকেন প্রচারের সময় প্রায় ১০০ মিলিয়ন পাউন্ড মূল্যের কোকেন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এসেক্সের থারক থেকে প্রায় ১টন ওজনের এই অবৈধ মাদকদ্রব্য পাচার হওয়ার সময় আটক করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, কলম্বিয়া থেকে কলার চালানে করে কোকেন লন্ডন হয়ে বেলমিয়ামে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিলো।

ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) বলেছে, বিগত কয়েক বছরে বেশ কয়েকটি বড় ধরণের মাদকের চালান ধরা পড়েছে ব্রিটেনে। এর মাধ্যমে মাদক চোরাচালানকারীদেরকে একটি বড় ধরনের শিক্ষা দেয়া সম্ভব হয়েছে। এ ধরণের অভিযান ভবিষ্যতে চলমান থাকবে।

এর আগে গত সেপ্টম্বরে ব্রিটেনের বর্ডার ফোর্স ১১৫৫ কেজি কোকেন আটক করে। এরই ধারাবাহিকতায় এই বিশাল মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *