#যুক্তরাজ্য

করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানালেন ডিউক ও ডাচেস অফ ক্যামব্রিজ।

কোভিড–১৯ মহামারীর মোকাবেলায় সম্মুখ সারিতে থেকে লড়াই করা চিকিৎসাকর্মী, স্বাস্থ্যকর্মী ও গণমাধ্যমকর্মীসহ অন্যদের ধন্যবাদ দিতে ট্রেনে করে যুক্তরাজ্য ভ্রমণে বেরিয়েছেন প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।

গত সোমবার (৭ ডিসেম্বর) এ রাজকীয় দম্পতি এডিনবরায় পৌঁছান। তিন দিনের এই সফরে ‍তারা ‘রয়্যাল ট্রেনে’ করে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসে ১ হাজার ২৫০ মাইল ভ্রমণ করবেন। এই রয়্যাল ট্রেনই রানি ভিক্টোরিয়া ১৮৪২ সালে প্রথম ব্যবহার করেছিলেন।

উইলিয়াম ও কেটের ট্রেনভ্রমণ শুরু হয় গত রোববার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে। উইলিয়াম ও কেট সেখান থেকে স্কটল্যান্ডে রওনা হন। রওনা দেয়ার আগে তারা ট্রেনের ইনফরমেশন বোর্ডে দেশের সব পরিবহনকর্মীদের ধন্যবাদ দিয়ে লেখেন– ‘কঠিন এ বছরটিতে দেশকে চলমান রাখার জন্য সব জায়গার সব পরিবহন কর্মীকে ধন্যবাদ।’

উল্লেখ্য, কোভিড–১৯ মহামারীতে ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাজ্য। এখানে এখন পর্যন্ত ৬০ ‍হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *