করোনা আইসোলেশনে গেলেই ৫০০ পাউন্ড।
কোন ভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না করোনা সংক্রামন । তাই এর মোকাবেলায় নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করেছে ব্রিটিশ সরকার। লক ডাউন চলছে সমগ্র ব্রিটেন জুড়ে। তারপরও প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে লাশের সারি ।
ঘরে থাকাই হচ্ছে কভিড-১৯ নিয়ন্ত্রনের একমাত্র উপায়। কিন্তু ঘরে থাকলে সংসার চালানো অনেকের জন্যই দায় হয়ে পড়ে। তারপরও সরকার বিভিন্ন ভাবে সহযোগিতা করে যাচ্ছে । যাতে সবাই ঘরে থাকেন। বিশেষ করে যাদের কভিড-১৯ উপসর্গ আছে তাদের অবশ্যই ঘরে আইসোলেশনে থাকতে হবে।
দি কভিড অপারেশন কমিটির পক্ষ থেকে ক্যাবিনেট অফিস মিনিস্টার মাইকেল গোভ বলেন, যারা কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন, তারা নিজ বাসায় আইসোলেশনে থাকলে বোনাস হিসেবে পাবেন ৫০০ পাউন্ড।
প্রতিটি কাউন্সিল বা লোকাল গভার্মেন্ট এর কাছে আপনার কভিড-১৯ পজেটিভ সার্টিফিকেট প্রদান করলে এবং আপনি ১০ দিন আইসোলেশনে ছিলেন তার সঠিক প্রমান দিলে ৫০০ পাউন্ড বোনাস পাবেন সরকার হতে।
অবশ্য গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৪৯,৮৭৭ টি এ্যাপ্লিকেশন বিশ্বাসযোগ্যতার অভাবে রিজেক্ট করা হয়েছে। বিশেষ করে আইসোলেশনের যথাযত প্রমান উপস্থিত করতে না পারায় কাউন্সিল এপ্লিকেশন রিজেক্ট করে দেয়।
এনভায়রনমেন্ট সেক্রটারি জর্জ এউসটিক বিবিসির সাথে এক স্বাক্ষাৎকারে বলেন,” আইসোলেশনের বিষয়টি তারা প্রতিনিয়ত পর্যবেক্ষন করছেন ”। আক্রান্তকারীকে আইসোলেশনে থাকার পর্যাপ্ত প্রমাণ দিতে হবে কাউন্সিলকে। যদি কাউন্সিল গ্রহণ না করে তবে রিভিও করার সুযোগ থাকবে।
প্রফেসর সোয়াম মিসেই বলেন, কোন লোকের করোনার উপসর্গ দেখা দিলে এবং টেস্টে করোনা পজিটিভ ধরা পরলে বাধ্যতামূলেক ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। পজিটিভ সার্টিফিকেট সহ কাউন্সিলে আবেদন করলে সরকারী সহায়তা স্বরূপ ৫০০ পাউন্ড পাবেন।
এনএইচএস এর মুখপাত্র বলেন, শুধু টেস্ট এ্যান্ড ট্রেস সাপোর্টের জন্য ৫০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে সরকার। করোনা রোগীদের ঘরে থাকতে বলা হয়েছে এবং আইসোলেশনে থাকার কারনে প্রতিটি ব্যক্তিকে ৫০০ পাউন্ড করে অর্থ সহযোগিতা প্রদান করছে সরকার।





