#যুক্তরাজ্য

কন্যা সন্তান ঘরে এলো হ্যারি-মেগান দম্পতির।

প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের ঘরে জন্ম নেয়া কন্যা সন্তানের নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়না মাউন্টব্যাটেন-উইন্ডসোর। দাদী প্রিন্সেস ডায়ানা ও বর্তমান রানি দ্বিতীয় এলিজাবেথের নামে নাম রাখা হয়েছে এই কন্যা শিশুর। প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের প্রথম সন্তান আর্চির পর দ্বিতীয় সন্তানের জন্মে রানি দ্বিতীয় এলিজাবেথ উচ্ছ্বাস করেছেন বলে জানিয়েছে বাকিংহাম প্রাসাদ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ছেলে আর্চির পর গত শুক্রবার কন্যাসন্তানের জন্ম দেন মেগান মার্কেল। শনিবার এক বিবৃতিতে নিজেদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা জানান তারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার একটি হাসপাতালে জন্ম হয় কন্যা শিশুটির।

রানি দ্বিতীয় এলিজাবেথ যখন শিশু ছিলেন তখন তাকে ডাকা হতো লিলিবেট নামে। আর সেই নামেই নামকরণ হয়েছে হ্যারি-মেগানের মেয়ের। বাকিংহাম প্যালেস জানিয়েছে, ‘রানি প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়াল এবং ডিউক অ্যান্ড ডাচেস অব ক্যামব্রিজকে খবরটি জানানো হয়েছে আর তারা এই খবরে আনন্দিত।’

প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস ও ডাচেস অব কর্নওয়াল এক টুইট বার্তায় লিখেছেন, ‘শিশু লিলিবেট ডায়ানার আগমণে হ্যারি, মেগান এবং আর্চিকে অভিনন্দন। এই বিশেষ সময়ে তাদের সকলের জন্য শুভেচ্ছা।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও হ্যারি-মেগান যুগলকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমারও লিলিবেটের জন্মে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *