#যুক্তরাজ্য

এপ্রিল থেকে ফ্রি কোভিড টেস্ট কিট আর থাকছে না।

এপ্রিল ২০২২ থেকে যুক্তরাজ্যের মানুষের জন্য বন্ধ হয়ে যাচ্ছে ফ্রি ল্যাটেরাল ফ্লো টেস্ট সেবা। সরকার এই ঘোষনা দেয়ার ব্রিটেনের ফার্মাসিউটিক্যাল চেইন বুটস্ জানিয়েছে তাদের প্রতিটি শপ থেকে এই টেস্ট কিট কেনা যাবে, যা ডেলিভারি বাবদ প্রতি টেস্টে খরচ হবে ৫.৯৯ পাউন্ড। সোমবার ব্রিটিশ সরকার করোনা বিধিনিষেধ তুলে নেয়। এই ঘোষণা দেওয়ার সময় প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, করোনার প্রতিরোধের জন্য এখন থেকে ব্যক্তিগত দায়বদ্ধতা সবচেয়ে বেশি কার্যকরি। আর তাই ব্রিটেন জুড়ে বিনামূল্যে ল্যাটেরাল ফ্লো টেস্টের সুযোগ প্রত্যাহার করা করা হয়েছে। যুক্তরাজ্যের সবচেয়ে বড় ফার্মেসী প্রতিষ্ঠান বুটস আরও জানিয়েছে, দুই দিনের মধ্যে রিপোর্ট ডেলিভারি পেতে ল্যাটেরাল ফ্লো টেস্টের ক্ষেত্রে অনলাইনে একজন কাস্টমার আবেদন করতে পারবেন, এছাড়াও প্রতি চারটি প্যাকেজ টেস্টের জন্য ১৭ পাউন্ড খরচ পরবে। এসব ফলাফল ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির কাছেও পাঠানো হবে। তবে তারা ভ্রমণের ক্ষেত্রে নেগেটিভ এন্টিজেন টেস্ট সার্টিফিকেট দিবে না।

তবে বুটস আরও জানিয়েছে, মার্চের শুরু থেকে তাদের ৪০০ স্টোরেই পাওয়া যাবে এই টেস্ট কিট। ল্যাটেরাল ফ্লো টেস্টের দাম কমাতে পারবে বলে তারা আশাবাদি। এতে একটি টেস্টের জন্য ব্যয় হবে ২.৫০ পাউন্ড এবং পাঁচটি প্যাকেজ টেস্টের জন্য ব্যয় করতে হবে ১২ পাউন্ড। এবং চারটি টেস্টের জন্য এর ব্যয় হবে ৯.৫০ পাউন্ড। তবে এসব টেস্টে ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির কোনো তত্ত্বাবধান থাকবে না।

ব্রিটেনের জিএমবি ইউনিয়নের ন্যাশনাল হেলথ অ্যান্ড সেফটি ডিরেক্টর ড্যান শেয়ারস বলেন, এমন বাধাহীনভাবে ল্যাটেরাল ফ্লো টেস্টের জন্য দাম নেওয়ার ফলে কম আয়ের মানুষেরা নতুন করে সমস্যার মুখে পরতে যাচ্ছে। সরকারের উচিত পুনরায় করোনার এই সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্টটি ফ্রি করে দেওয়া। কর্মজীবি অনেক মানুষ বিশেষত শ্রমিকেরা বেশি ফির কারণে তাদের করোনা লক্ষ্মণ থাকলেও টেস্ট করার সুযোগ পাবেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *