এপ্রিল থেকে চালু হচ্ছে নতুন ‘রিকভারি লোন স্কীম’ ।
যুক্তরাজ্য সরকারের লকডাউন শিথিলের রোড ম্যাপ অনুযায়ী ১২ এপ্রিল থেকে ইংল্যান্ডে সকল অপ্রয়োজনীয় দোকান খুলে দেয়া হবে। ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানকে মহামারী ধাক্কা সামলে উঠতে আর্থিক ভাবে সহায়তার লক্ষ্যে বিজনেস রিকভারি লোন স্কীম নামে একটি নতুন ঋণ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।
এর মাধ্যমে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান সর্বোচ্চ ১০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত ঋণ এবং অন্যান্য ধরনের সুবিধার জন্যে আবেদন করতে পারবে ।
ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে ৮০ ভাগ অর্থ প্রদানের নিশ্চয়তা দিবে এ প্রকল্প। স্কীমটি ৬ এপ্রিল থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে।
যদি আপনার ব্যবসা যুক্তরাজ্যে হয়ে থাকে তাহলে আপনি ঋণের জন্য আবেদন করতে পারবেন। আপনাকে আপনার ব্যবসা প্রমাণ করতে হবে, এছাড়াও করোনাভাইরাস মহামারী দ্বারা প্রভাবিত হয়েছে তা প্রমাণ করা লাগবে। তবে ব্যবসা প্রতিষ্ঠান দেউলিয়া প্রক্রিয়ায় নেই এসব দেখাতে হবে।
বিদ্যমান COVID-19 গ্যারান্টিড লোন স্কীম ইতিমধ্যে যারা পেয়ছেন তারাও এই প্রকল্পের আবেদন করতে পারবেন, যদি তারা অন্য সকল যোগ্যতার মানদণ্ড পূরণ করতে পারেন ।
এই স্কীমের আওতা বহির্ভুক্ত থাকবে ব্যাংক, বিল্ডিং সোসাইটি, বীমাকারী, পাবলিক সেক্টর বডি, রাষ্ট্রীয় অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়।
এই স্কীমে প্রবেশকারী ব্যবসায়ীদের জন্য কোন টার্নওভার বিধিনিষেধ থাকবে না। সকল আবেদনকারীর ক্রেডিট চেক, ক্রিমিনাল রেকর্ড ও চেক জালিয়াতি রেকর্ড পরীক্ষা করা হবে।
এই স্কিমটি ৬ এপ্রিল ২০২১ তারিখে চালু হবে। কিভাবে আবেদন করতে হবে এবং স্বীকৃত ঋণদাতাদের বিস্তারিত বিবরণ এইস এম আর সি ওয়েব সাইটে পাওয়া যাবে।





