ইউকে জুড়ে মসজিদ খুলেছে, সর্বত্র ঈদের আমেজ।

সালেহ উদ্দিন সুমন ও সৈয়দ আমিনুর রহমান :
দীর্ঘ তিন মাসের অধিক সাধারণ মুসল্লিদের জন্য বন্ধ ছিল মসজিদ। করোনা রোগের ভয়াবহতা যাতে ছড়াতে না পারে এজন্য সরকারের নির্দেশনায় বন্ধ রাখা হয়েছিল মসজিদগুলোর দরজা। কিন্তু তারপর সেচ্ছাসেবকগন মাঝে মধ্য গিয়ে সাধ্যমত মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন। তবে সরকারের নীতিমালা শীতিল হওয়ায় আজ শুক্রবার প্রথম জুম্মা আদায় করলেন মুসল্লিরা। অনেকদিন পর জামাতে নামাজ পড়ে তাঁরা মানষিক তৃপ্তি পেয়েছেন।মদিনা মসজিদ ওল্ডহ্যাম এর পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বলেন “আমরা সরকারের নীতিমালা অনুযায়ী মুসল্লিদের মসজিদে আসার ব্যবস্থা করে দিতে পেরে আনন্দিত।” তিনি এলাকার মানুষের প্রতি সহযোগীতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

ওল্ডহ্যামের পাশাপাশি ম্যানচেস্টারের মসজিদগুলোতে ও একই আমেজ দেখা যায়। লংসাইডের শাহপরান, রুশমের শাহজালাল মসজিদসহ সবকটি মসজিদে ব্যাপক স্বাস্থ্য নিরাপত্তা প্রস্তুতি নিতে দেখা যায়। শাহজালাল মসজিদের মুসল্লীদের প্রবেশের লাইন ছিলো চোখে পড়ার মতো। একই সাথে স্বেচ্ছা সেবকদের তৎপরতা ও শাহজালাল মসজিদের ইমাম জনাব খায়রুল হুদা সাহেবের জনসচেতনতা মূলক ভিডিও উপদেশ ছিলো প্রশংসনীয়।
দারুস সালাম মসজিদের ইমাম আব্দু্ল মালিক মহসিন এক ফেসবুক বার্তায় সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন। উনার ফেসবুক বার্তাটি নিম্নে হুবুহু তুলে ধরা হলো।
Alhamdulillah we have successfully had our first Jumu’ah Salah at the Masjid since the easing of lockdown!
On behalf of the Masjid committee, we would like to thank ALL of our volunteers who helped to keep everything running smoothly for our first Jumu’ah back; without their help we wouldn’t have had all the great feedback.
May Allah reward you all abundantly and give your parents Hayaatan Tayyibah. آمين
উল্লেখ্য আজকে গ্রেটার ম্যানচেস্টারের পবিত্র জুমার নামাজের জন্যে প্রায় প্রতিটি মসজিদে দুইটি জামাতের ব্যবস্থা রাখা হয়।