#যুক্তরাজ্য

ইংল্যান্ডে সেল্ফ আইসোলেশন ১০ দিনের পরিবর্তে ৭ দিন।

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে ইংল্যান্ড সহ সমস্ত যুক্তরাজ্যে। প্রতিদিনই ৯০ হাজারের ও বেশী মানুষ আক্রান্ত হচ্ছে। এনিয়ে সংশয়, ভয় এবং উৎকন্ঠা দিন দিন বেড়েই যাচ্ছে। ওমিক্রন থেকে নিজেকে রক্ষা করার জন্য সাবধানতা অবলম্বন অপরিহার্য।

হেল্থ সেক্রেটারি সাজিদ জাভেদ বলেন, “ওমিক্রন ইংল্যান্ডে দ্রুতহারে ছডাচ্ছে। মানুষে বেশী আক্রান্ত হচ্ছেন। তবে আক্রান্তের তুলনায় মৃত্যুর সংখ্যা অনেক কম। বিজ্ঞানীদের পরামর্শে ওমিক্রন আক্রান্ত রোগীর সেল্ফ আইসোলেশন ১০ দিন থেকে কমিয়ে ৭দিন করা হচ্ছে যাতে মানুষ আতংক থেকে রেহায় পেতে পারেন এবং কাজে ফিরে যেতে পারেন” ।

ওমিক্রন আক্রান্ত রোগী ৬দিনের টেস্টে নেগেটিভ আসলে ৭ দিনেই তার সেল্ফ আইসোলেশন শেষ হবে।

ওমিক্রনের তিনটি প্রধান লক্ষন হলো:-
১/ কাঁশি,
২/ জ্বর এবং
৩/ নাকে গন্ধ বা খাবারে স্বাদ না পাওয়া।

অনেকে আবার কোন ধরনের উপসর্গ ছাড়াও ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন। তাই সবাইকে অতি সাবধানতা অবলম্বন করতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কোন ধরণের উপসর্গ দেখা দিলেই কালবিলম্ব না করে নিকটস্ত পিসিআর সেন্টারে গিয়ে টেস্ট করাবার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *