#যুক্তরাজ্য

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত ভুল ছিলো বললেন টনি ব্লেয়ার।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ভুল সিদ্ধান্ত বলে আখ্যা দিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। এক অসম্পূর্ণ স্লোগানের উপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সেনা প্রত্যাহারকে ব্লেয়ার বিপজ্জনক এবং অপ্রয়োজনীয় বলেও উল্লেখ করেন।

২০ বছর আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যখন আফগানিস্তানে সেনা পাঠান তখন তার সঙ্গে যোগ দিয়েছিলেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও।

কাবুলে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরও টনি ব্লেয়ার এখনও মনে করেন না আফগানিস্তানে যুক্তরাজ্যের সম্পৃক্ততা আশাহীন কোনও প্রচেষ্টা ছিলো। ব্রিটিশ সেনা আত্মত্যাগ বিফলে যায়নি বলেও মনে করেন তিনি।আফগানিস্তানে গত ২০ বছরের অর্জন জানতে চাইলে টনি ব্লেয়ার বলেন তালেবান শাসন ছাড়াই একটি প্রজন্ম বেড়ে উঠেছে। আর তারাই আজকের বিষয় হয়ে উঠেছে।

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে লেবার পার্টির সাবেক নেতা টনি ব্লেয়ার বলেন, আজ কেবল আফগান জনগণই উদ্বেগে নেই আফগানিস্তানে তালেবানের উত্থান পশ্চিমা দেশগুলোর নিরাপত্তার জন্যও হুমকি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *