‘আড্ডাবাজ – ৯৭/৯৯ ইউকে’ এর বৈশাখী আড্ডা ও ঈদ পুনর্মিলনী।

১৪ মে ২৯ বৈশাখ লন্ডনের ইলফোর্ডে অবস্থিত ভ্যালেন্টাইনে পার্কে অনুষ্ঠিত হয়ে গেল ‘আড্ডাবাজ – ৯৭/৯৯ ইউকে’ এর আয়োজনে ‘বৈশাখী আড্ডা ও ঈদ পুনর্মিলনী’। বৈশাখের রৌদ্র উজ্জ্বল দিনে খোলা প্রান্তরে গাছের ছায়ায় কল্লোল মুখরিত একঝাঁক তরুণ তরুণীর মেতে উঠেছিলেন কৈশোরের আনন্দে। ১৯৯৭ সালে মাধ্যমিক ও ১৯৯৯ সালে উচ্চ মাধ্যমিক উত্তীর্ন হয়ে আসা তরুণ তরুণীদের সংগঠন হচ্ছে এই ৯৭/৯৯ ।
দেশ বিদেশে ছোট বড় নানান পরিসরে গঠিত হয়েছে এই সংগঠন, যার মধ্যে ‘আড্ডাবাজ-৯৭/৯৯ ইউকে’ যুক্তরাজ্যের মধ্যে অন্যতম।
উচ্ছাস, আনন্দ, হাসি-ঠাট্টার বহর দেখে বোঝার উপায় নেই এরা সবাই জীবনের চার দশক পেরিয়েছে। গল্প আড্ডা গান নিয়ে মাতোয়ারা দিনভর। বাড়তি পাওনা হিসেবে ছিলো স্বাদে ভরপুর বাঙ্গালীয়ানা – ভাত, ইলিশ মাছ, হরেক রকমের ভর্তা, দেশীয় মিষ্টান্ন আরো কতো কী ?
সংগঠনটির অ্যাডমিন সামিনা ও শিমুল বলেন, যুক্তরাজ্যময় ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষা এবং আনন্দ ভাগাভাগি করে নেয়ার নিমিত্তেই ‘আড্ডাবাজ-৯৭/৯৯ ইউকে’ এর জন্ম।
বছরের বিশেষ সময়গুলিতে ছোট বড় আয়োজনের মাধ্যমে আমরা চেষ্টা করি সবাইকে একত্রিত করার। আজকের এই আয়োজন তারই ধারাবাহিকতার একটি অংশ। প্রবাসের মাটিতে ক্ষনিকের জন্যে হলেও আজকে আমরা আবিষ্কার করার চেষ্টা করেছি এক টুকরো বাংলাদেশ, ফিরে গেছি সোনালী অতীতে।