অ্যাসাঞ্জকে যুক্তরাট্রের হাতে তুলে দেয়া উচিত হবে না।
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে বিচারের জন্য যুক্তরাষ্ট্রে নিতে যে তৎপরতা চালানো হচ্ছিল, তা রুখে দিয়েছেন ব্রিটিশ আদালত। আদালতের এমন আদেশে স্বস্তি পেয়েছেন জুলিয়ান অ্যাসাঞ্জ।
বার্তা সংস্থা এএফপির বিশ্লেষণে বলা হয়েছে, ইরাক ও আফগান যুদ্ধের সামরিক নথি প্রকাশ করেছিলেন অ্যাসাঞ্জ। ২০১০ সালে এসব নথি প্রকাশ করে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। এরপর তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিসহ ১৮টি অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এসব মামলার বিচারের জন্য অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে কি না, তা নিয়ে গত সোমবার একটি শুনানি হয় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ওল্ড বেইলি কোর্টে। এ সময় ডিস্ট্রিক্ট জজ ভ্যানেসা ব্যারাইটসার বলেন, যুক্তরাষ্ট্র অ্যাসাঞ্জের বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তা যুক্তিযুক্ত। কিন্তু মানসিক স্বাস্থ্য ও যুক্তরাষ্ট্রের কারাগারে তাঁর আত্মহত্যার ঝুঁকি বিবেচনায় নিয়ে ওই আদেশে বিচারক বলেন, তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া উচিত হবে না





