২৪শে জুলাই থেকে ফেসমাস্ক বাধ্যতামূলক। অন্যথায় ১০০ পাউন্ড জরিমানা।
আজকে হেলথ সেক্রেটারি ম্যাট হ্যানকক বলেছেন, ২৪ শে জুলাই থেকে স্টোর ও সুপার স্টোর গুলিতে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই ফেস মাস্ক ব্যবহার করতে হবে। তিনি বলেছেন, সরকার এটাকে বাধ্যতামূলক ঘোষণা করেছে। অন্যতায় ১০০ পাউন্ড জরিমানা করা হবে । তবে ১৪ দিনের মধ্যে দিলে ৫০ পাউন্ড ধার্য্য করা হবে।
স্কটল্যান্ডে ১০ ই জুলাই থেকে এই আইন কার্যকর করা হয়েছে। ওয়েলস এবং নর্দান আয়ারল্যান্ডে এই আইন এখনো কার্যকর হয়নি। ফেসমাস্ক ব্যবহারের ক্ষেত্রে দোকানের কোনো কর্মী ক্রেতাকে জোর করতে পারবে না কিন্তু সতর্ক করতে পারবে। একফোর্সমেন্ট কর্মকর্তা জরিমানা করতে পারবেন এবং করবেন।





