১১ নারীকে যৌন হয়রানির অভিযোগে কিশোর গ্রেফতার
১১ নারীকে যৌন হয়রানির অভিযোগে কিশোর গ্রেফতার
১১ জন একাকি নারী ও কিশোরীকে ১৭ দিনে যৌন হয়রানির অভিযোগে এক কিশোরকে আটক করা হয়েছে। ইংল্যান্ডের চেলটেনহামের হাথারলি এলাকায় গত ২১ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত যৌন হয়রানির ঘটনা ঘটিয়েছে ১৭ বছর বয়সী ওই কিশোর।
পুলিশ জানায়, একাকি হেঁটে চলা নারী কিংবা সাইকেল চালিয়ে কোনো নারীকে যেতে দেখলে যৌন হয়রানি করতো ওই কিশোর। অতর্কিত নারীদের জড়িয়ে ধরা বা শারীরিক ভাবে লাঞ্ছিত করা ছিল তার নেশা। অভিযোগ পেয়ে সাদা পোশাকে ঘুরে বেড়ায় পুলিশ। অবশেষে গত শুক্রবার বিকেলে অভিযুক্তকে আটক করা হয়। এ ব্যাপারে এখন তদন্ত চলছে।
আটক কিশোর যে ঘটনাগুলো ঘটিয়েছে, তা সবই ওই এলাকার সিসি টিভি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিওগুলো খতিয়ে দেখছে পুলিশ।





