হেলথ সেক্রেটারীর বিরুদ্ধে হাইকোর্টে মামলার প্রস্তুতি।
করোনা মহামারী মোকাবেলায় সরঞ্জামাদি কিনতে ব্যয় হয়েছে প্রায় ১৭ বিলিয়ন পাউন্ড। বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে প্রায় ১২ দশমিক ৪ বিলিয়ন পাউন্ডের করোনা মহামারী শুরুর পর করোনা মোকাবিলার বিভিন্ন উপকরণ এবং সার্ভিস কেনার জন্যে বিভিন্ন বেসরকারী কোম্পানীর সঙ্গে স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে ব্যয় হওয়া প্রায় ৪ বিলিয়ন পাউন্ডের হিসাব দেখাতে পারেনি ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোসাল কেয়ার সক্ষেপে ডিএইচএসসি।
এই ব্যর্থতার দায়ে হেলথ সেক্রেটারী মেট হেনককের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করার প্রস্তুতি নিচ্ছে একটি ল ফার্ম এবং ক্রস পার্টির এমপিরা।
গত ৩০ অক্টোবর সরকারের আইনজীবিরা জানান, করোনা মহামারী শুরু হবার পর এপ্রিল থেকে অর্থাৎ চলতি অর্থ বছরে এ পর্যন্ত করোনা উপকরণ এবং সার্ভিস কেনার জন্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রায় ১৭ বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে সরকার। চুক্তিগুলো করেছে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোসাল কেয়ার সক্ষেপে ডিএইচএসসি।
এরমধ্যে ব্যয় হওয়া প্রায় ১২ দশমিক ৪ বিলিয়ন পাউন্ডের বিস্তারিত তথ্য প্রকাশ করলেও প্রায় ৪ দশমিক ৬ বিলিয়ন পাউন্ডের কোনো হিসাব দেখাতে পারেনি সরকারের আইনীজিবিরা। এর মধ্যে অবশ্য গত সপ্তাহে লিভারপুলে ব্যাপক আকারে করোনা টেস্টের জন্যে একটি চুক্তির মাধ্যমে খুব দ্রুত সময়ের ভেতরে প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড ব্যয় করতে হয়েছে হেলথ ডিপার্টমেন্টকে।
প্রচলিত আইন ভঙ্গ করে প্রাইভেট কোম্পানীর সঙ্গে তথ্য-প্রমানহীন চুক্তির মাধ্যমে বিলিয়ন পাউন্ড ব্যয়ের অভিযোগে হেলথ সেক্রেটারী মেট হেনককের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করছে দ্যা গুড ল প্রজেক্ট এবং ক্রসপার্টির এমপিরা।





