হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আতাউর রহমান সেলিমের সমর্থনে প্রবাসী হবিগঞ্জবাসীর ভার্চুয়াল সভা।
প্রবাসী হবিগঞ্জ বাসীর উদ্যোগে আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত আতাউর রহমান সেলিম এর সমর্থনে এক ভার্চুয়াল সভার অনুষ্টিত হয়েছে।অনুষ্টানটি সভাপতিত্ব করেন ম্যানচেস্টার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা । যৌথ ভাবে পরিচালনা করেন স্টক অন ট্রেন্ট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ এবং যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি চৌধুরী রহমান মোস্তাক এবং ওলিউর রহমান অলি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আবু জাহির এম পি, সভাপতি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী । বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ।
আর ও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি সেলিম আহমেদ খান , হবিগঞ্জ আওয়ামীলীগ পরিবার যুক্তরাজ্য সভাপতি সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মোহাম্মদ শাহজাহান, ভারপ্রাপ্ত সভাপতি, যুক্তরাজ্য আওয়ামীলীগ,ওল্ডহ্যাম শাখা । ম্যানচেস্টারে আওয়ামীলীগ নেতা ও বৃন্দাবন সরকারী কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি গাউছুল ইমাম চৌধুরী সুজন, ওল্ডহ্যাম যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামসুদ্দিন চৌধুরী ফয়সল । মিলন মেলায় পরিণত হওয়া অনুষ্ঠানটিতে যুক্ত হয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অনেক হবিগঞ্জ প্রবাসী নেতাকর্মী।
প্রাণবন্ত এই অনুষ্টানে আতাউর রহমান সেলিম কে নির্বাচিত করতে সবাই নিরলস কাজ করার প্রতিশ্রুতি দেন।





