#যুক্তরাজ্য

স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানালেন প্রিন্স চার্লস।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশিদেরকে অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স চার্লস।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ব্রিটিশ ফরেন এন্ড কমনওয়েলথ অফিস প্রিন্স অব ওয়েলস চার্লসের একটি ভিডিওবার্তা প্রদান করে।

বার্তায় তিনি বাংলায় বলেন, “স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশকে আমার অভিনন্দন।”

দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিরও প্রশংসা করেন তিনি।

প্রিন্স চার্লস বলেন “বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ব্রিটেন, বাংলাদেশ, কমনওয়েলথভুক্ত দেশ এবং সারাবিশ্বে উদযাপনে অংশ নেওয়া সবাইকে ভিডিও বার্তায় অভিনন্দন জানাতে পেরে আমি খুবই আনন্দিত। মাহামারীর কারণে এই বিশেষ বর্ষে বাংলাদেশে আমার সফরটি করতে না পারা খুবই দুঃখের বিষয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *