সেন্ট্রাল লন্ডনে ছুরি হত্যার স্বীকার আরেক কিশোর
সেন্ট্রাল লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে আরেক কিশোরের। গত শনিবার বিকাল সাড়ে ৫টায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।
পুলিশ তাকে মারাত্মক আহত অবস্থায় উদ্ধার করে সেন্ট্রাল লন্ডন হাসপাতালে পাঠায়। সেখানে সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ এই ঘটনার সাথে জড়িত সন্দেহে ৩ ব্যক্তিকে আটক করেছে। মৃতের নিকট আত্মীয়কে ইতিমধ্যে জানানো হয়েছে। পুলিশ এখন পর্যন্ত কারো পরিচয় প্রকাশ করেনি।
মর্মান্তিক এই হত্যার কান্ডের ঘটনায় মেয়র সাদিক খান উদ্বেগ প্রকাশ করেছেন।





