#যুক্তরাজ্য

সাদিক খানের হাতেই রইলো লন্ডনের দায়িত্ত্ব।

লন্ডন মেয়র হিসাবে দ্বিতীয়বার নিজেকে অধিষ্টিত করতে সামর্থ্য হলেন সাদিক আমান খান। টরি প্রতিদ্বন্দ্বী শন বেলিকে পিছনে ফেলে জিৎ নিশ্চিত করেছেন তিনি। লেবার প্রার্থী হিসেবে সাদিক খানের মোট ভোট ৫৫,২ % এবং টরি পার্টির শন বেইলির মোট প্রাপ্ত ভোট ৪৪.৮% ।

লন্ডন মেয়র এক টুইট বার্তায় জানিয়েছেন, ‘লন্ডনকে ধন্যবাদ‘। আমি আরও তিন বছরের জন্য যে শহরটিকে ভালোবাসি সেটিকে সেবা করা আমার জীবনের পরম সম্মান। আমাদের শহরটিকে তার পায়ে ফিরিয়ে আনতে আমি কোনও প্রয়াস ছাড়ব না। একটি উজ্জ্বল ভবিষ্যত সম্ভব, এবং আমরা এটি একসাথে প্রদান করব।

নির্বাচনে সাদিক খান এর নিকটতম প্রতিদ্বন্দ্বী শন বেইলি পেয়েছেন ৮৯৩,০৫১ ভোট প্রথম পছন্দ, সাদিক খান পেয়েছেন ১,০১৩,৭২১ ভোট ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *