#যুক্তরাজ্য

শামীমা বেগম ব্রিটেনে ফিরতে পারবেন। কোর্টের আপিল রুলের নির্দেশনা।

নাগরিকত্ব ফিরে পাওয়ার আইনি লড়াইয়ের প্রথম ধাপে লড়াইয়ে জয় পেয়েছেন আইএস কন্যা শামীমা বেগম। এখন তিনি ব্রিটেনে এসে আইনি মোকাবেলা করতে পারবেন।

কোর্ট অব আপিল রুলে, কোর্ট বলেছেন শামীমা হোম অফিসের অতীতের রায় কে ন্যায় বিচার হিসেবে গ্রহণ করেন নাই। কোর্ট এও উল্লেখ করেন, শামীমা শরণার্থী শিবির থেকে উনার মামলা সঠিক ভাবে পরিচালনা করতে পারেন নাই।

এমবস্থায়, কোর্ট সরকার কে একটা পথ বের করার নির্দেশ দেন যাতে করে, শামীমা লন্ডনে এসে কোর্টে উনার বক্তব্য উপস্থাপন করতে পারেন।

শামিমার আইনজীবী ড্যানিয়েল ফার্নার বলেন, এতোদিন আইনি মোকাবেলায় শামিমার কোনো ন্যায় সংগত সুযোগ ছিলোনা। সে ব্রিটিশ আইনে লড়াইয়ে অংশ নিতে ভীত নয়। এবং তার নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়া ও ন্যায় সংগত ছিলোনা।

উল্লেখ্য, শামীমা ২০১৫ সালে তার তিন বান্ধবী কে নিয়ে ISIS এ যোগদানের জন্যে সিরিয়ার উদ্দেশ্যে ব্রিটেন ছেড়ে চলে যান। ২০১৯ সালে একজন ব্রিটিশ সাংবাদিক তাকে সিরিয়ার একটি শরণার্থী শিবিরে খুঁজে পান। সে সময় তার একটি সন্তান ছিলো যা কিছুদিন পর মারা যায়। আই এসের সাথে থাকাকালীন তার ডেনিশ এক জঙ্গির সাথে বিয়ে হয় এবং দুইবার মা হন কিন্তু দুটি সন্তানই মারা যায়।

এখানে আরো উল্লেখ্য যে, শামিমার মা-বাবা বাংলাদেশী হওয়ায় ব্রিটিশ সরকার অতীতে শামীমা কে বাংলাদেশের নাগরিকত্ব আবেদনের উপদেশ দিলে শামীমা তা প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশ সে সম্ভাবনার কথা নাকচ করে দেয়।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *