লুটন বারার মেয়র তাহির মালিকের পদত্যাগ
মেয়র তাহির মালিক কভিড – ১৯ এর স্বাস্থ্যবিধির তুয়াক্কা না করে আরো দুজন কাউন্সিলর নিয়ে গার্ডেন পার্টিতে যোগ দিলে সমস্ত লুটন জুড়ে নিন্দার ঝড় উঠে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে তার ছবি ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। বারার এবং তার দলের ভাবমূর্তি বজায় রাখতে জনাব মালিক মেয়র পদ থেকে সরে যাওয়াটাই সমচিন মনে করেন।
এক বিবৃতিতে জনাব মালিক বলেন ‘আমি স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে অত্যন্ত গর্জিত কাজ করেছি এবং এর জন্যে খুবই অনুতপ্ত। লুটনবাসী ও বারার সুনাম রক্ষার্থে পদত্যাগই একমাত্র পথ বলে মনে করি।’
লুটন বারার কাউন্সিল লিডার হ্যাজেল সিমন্স ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন এবং মেয়র মালিকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।





