#যুক্তরাজ্য

লন্ডন-ঢাকা রুটে ফিরতে চায় ব্রিটিশ এয়ারওয়েজ।

দীর্ঘ ১১ বছর ধরে বন্ধ রাখার পর ব্রিটিশ এয়ারওয়েজ পুনরায় লন্ডন – ঢাকা রুটে তাদের নিয়মিত ফ্লাইট পরিচালনা করার আগ্রহ প্রকাশ করেছে। ইতিমধ্যে ব্রিটিশ এয়ারওয়েজ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় থেকে পুনরায় ফ্লাইট পরিচালনার জন্যে আবেদন করে অনুমতি অপেক্ষায় আছে।

ঢাকা-লন্ডন রুটে ফের ব্রিটিশ এয়ারওয়েজের বিমান চলাচল শুরু হলে বাংলাদেশি যাত্রীরা উপকৃত হবেন। এর ফলে সিলেট-লন্ডন রুটে চলাচলকারী বাংলাদেশ বিমানের ওপর চাপ কমে যাবে। যাত্রার সময়ও কমে যাবে। ব্রিটিশ এয়ারওয়েজের কার্যক্রম পুনরায় চালুর মাধ্যমে দেশের বিনিয়োগে ইতিবাচক প্রভাব পরবে, একইসঙ্গে দেশের প্রধান বিমানবন্দরটির সুরক্ষা সম্পর্কে বিভিন্ন দেশ ও সংস্থার আশঙ্কা দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

উল্লেখ্য : ২০০৯ সালে সর্বশেষ ঢাকা হতে লন্ডনের উদ্দেশ্যে ব্রিটিশ এয়ারওয়েজের বিমানটি উড়ে আসে। ব্যবসাহিক অসফলতা এবং কিছু আমলাতান্ত্রিক জটিলতার কারণে তারা ২০০৯ সালে তাদের ব্যবসা বাংলাদেশ থেকে সম্পূর্ণ রূপে গুটিয়ে নিয়ে আসে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *