লন্ডনে আড্ডাবাজ ৯৭/৯৯ এর ইফতার মাহফিল।
১৯৯৭ সালে মাধ্যমিক এবং ১৯৯৯ সালে উচ্চ মাধ্যমিক পাস করা প্রাক্তন শিক্ষার্থীদের যুক্তরাজ্যে অন্যতম বৃহৎ সংগঠন আড্ডাবাজ ৯৭/৯৯ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় গত ১৭ মে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকার সোনারগাও রেস্তুরায়। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বন্ধুদের নিয়ে উৎসবমুখর পরিবেশে ইফতার করতে পেরে উচ্ছাসিত সবাই।

ইফতার মাহফিলের আয়োজক ও আড্ডাবাজ ৯৭/৯৯ এর অ্যাডমিন সামিনা শারমিন ম্যানচেস্টার সমাচারকে বলেন, ‘মহান আল্লাহ পাকের রহমতে, প্রতিবারের ন্যায় এবারো আমরা রোজার একটি দিনে সবাই একসাথে ইফতার করতে সক্ষম হয়েছি। দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ৯৭/৯৯ এর বন্ধুদের সাথে সামনা সামনি আড্ডা দেওয়ার চমৎকার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা বিভিন্ন সময় নানান ধরণের অনুষ্ঠানের আয়োজন করে থাকি। পরিবারের সবাইকে নিয়ে একত্রে কিছু সুন্দর মুহূর্ত কাটানোর চেষ্টা করি।’
উক্ত ইফতার মাহফিলে লন্ডন বার্মিংহামসহ অন্যান্য শহরের প্রায় অর্ধশত বন্ধুগণ উপস্থিত ছিলেন।






