লন্ডনে অর্থমন্ত্রীর জামাতার লাশ উদ্ধার !
বাংলাদেশের অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপির বড় জামাতা মো: দিলশাদ হোসেনের লাশ লন্ডনে তার নিজ গৃহে পাওয়া গেছে। তিনি অর্থমন্ত্রীর বড় মেয়ে কাসফি কামালের স্বামী।
লন্ডনে অর্থমন্ত্রীর ঘনিষ্টজনদের মাধ্যমে জানা যায়, নিহত মো: দিলশাদ হোসেন হৃদরোগে আক্রান্ত হয়ে লন্ডনে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে। মরহুমের বয়স ৪৬ ।
তিনি ঢাকার সাবেক মেয়র মোহাম্মদ হানিফের ভাগ্নে ও সাঈদ খোকনের ফুফাত ভাই। তার পরিবারের বাকী সদস্যরা বাংলাদেশে অবস্থান করছেন। ধারনা করা হচ্ছে শুক্রবার তিনি মৃত্যু বরন করেন । রোববার পুলিশ বাসার দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
পরিবারের সদস্যরা সবাই বাংলাদেশে অবস্থান করায় বিষয়টি লন্ডনে বাংলাদেশ হাইকমিশন তদারকি করছে বলে জানা গেছে। এ ব্যপারে জানতে রোববার বিকেলে হাই কমিশনের প্রেস সেক্রেটারী আশিকুন্নবী চৌধুরীর সাথে যোগাযোগ করা হলেও তাকে ফোনে পাওয়া যায় নি।





