লন্ডনের এক ঘরে ৪ জনের মৃতদেহ।
সাউথ লন্ডনের একটি বাসা থেকে চারটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতে (২৫ এপ্রিল) ড্যালেফোর্ড রোড এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে , উদ্ধারকৃতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ। আর এই চারজনের মৃতদেহই পরে ছিলো তাদের নিজ ঘরের মধ্যে।
লন্ডনে চারজন হত্যাকান্ড সম্পর্কে সংবাদ সম্মেলন করেছে পুলিশ। সাউথওয়াক পুলিশ কমান্ডার কলিং উইনগ্রোভ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ৬০ বছরের এক বৃদ্ধা, ৬০ বছরের এক বৃদ্ধ , ৪০ বছরের ও ৩০ বছরের আরো দুজন নারী হত্যার শিকার হয়েছেন। এ ঘটনায় ২০ বছরের একজন তরুনকে আটক করা হয়েছে হত্যায় জড়িত সন্দেহে ।
ঘটনার বিস্তারিত সম্পর্কে পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ২৫ এপ্রিল মানে আজ রাত ১ টা ৪০ মিনিটের দিকে ড্যালেফোর্ড রোড থেকে তাদের কাছে ফোন আসে। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এক রকম জোর করেই ঘরের মধ্যে প্রবেশ করেন। এই সময় তারা দেখেন চারজনকেই ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ তখনই অ্যাম্বুলেন্স খবর দিলেও ওই চারজন ঘটনাস্থলেই প্রাণ হারায় বলে জানায় পুলিশ।
পুলিশ বলছে, এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করেছে তারা। তাদের ধারনা যে চার জনকে হত্যা করা হয়েছে তার সাথে গ্রেফতারকৃত ব্যক্তির কোন সম্পর্ক রয়েছে। তার মানে হত্যাকাণ্ডের শিকার ও সন্দেহভাজন ব্যক্তি পূর্ব পরিচিত বলে মনে করছে পুলিশ।
ড্যালেফোর্ডের কয়েকজন বাসিন্দা জানান, তারা রাতে পুলিশের গাড়ির আওয়াজে ঘুম থেকে ওঠেন। এই সময় তারা ৭-৮ টি পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে আসতে দেখেন। কিছু সময় পর পুলিশের গাড়ির আওয়াজ থেমে যায় এবং তখন তারা দেখেন ঘটনাস্থরে ফরেন্সিক দল এসেছে। আর তখনই তাদের মনে হয়েছে ঘটনাস্থলে কোন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।





