#যুক্তরাজ্য

লকডাউনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও জরিমানার ঘোষণা।

লকডাউনে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও জরিমানার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ হোম সেক্রেটারি প্রিতি প্যাটেল। তিনি বলেন, লক ডাউন আইন অমান্য কারীকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হবে।

করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৮০ হাজারের বেশী মানুষ মারা গেছেন।করোনাভাইরস থেকে বেঁচে থাকার জন্য সরকার লক ডাউন ঘোষনা করেছে। লন্ডনে চলছে বিশেষ জরুরী অবস্থা। তারপরও কিছু মানুষ লক ডাউনের বিধি নিষেধ মানছেন না।

যে সব মানুষ বা জনসাধারন লক ডাউন আইন অমান্য করবেন। তাদের জন্য কঠোর শাস্তি ও জরিমানা করার জন্য পুলিশ বাহিনীকে পূর্ন ক্ষমতা দিয়েছেন হোম সেক্রেটারি।পুলিশ বাহিনীকে যথাযোগ্য ভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ন্যাশনাল পুলিশ চীফ কাউন্সিল একটি গাইড লাইন দিয়েছে। যদি কেউ এই গাইড লাইন অমান্য করে তবে তাদের জরিমান সহ শাস্তি প্রদান করার বিধান রাখা হয়েছে।

ইংল্যান্ড এবং ওয়েলসে লকডাউন আইন অমান্য করায় এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে। NPCC একটি তালিকায় ৩২৩২৯ জনের বিরুদ্ধে আইন অমান্য কারীর একটি তালিকা তাদের হাতে আছে।

শুধু মাত্র জরুরী প্রয়োজন ছাড়া এবং ফ্রন্ট লাইন ওয়ার্কারা ছাড়া কেউ বাহিরে যেতে পারবেন না। অন্য সবাইকে ঘর থাকতে বলা হয়েছে।

শনিবার সাউথ লন্ডনে লক ডাউন প্রটেস্ট মিছিল থেকে ১২ জনকে এরেস্ট করেছে পুলিশ। ক্লাফাম কমনেনে আগত কিছু মুখোশহীন বিক্ষোভকারীদের সাথে পুলিশ অফিসারদের সংঘর্ষ হয়েছিল, কেউ কেউ “আপনার স্বাধীনতা ফিরিয়ে আনুন” বলে চিৎকার করছেন। যে কোন গেদারিং বর্তমানে নিষিদ্ধ । তাই সবাইকে যার যার বাসায় অবস্থান করতে বলা হচ্ছে।

ড্যারবিশায়ারে দুই মহিলাকে লক ডাউন আইন অমান্য করায় দুই মহিলাকে £২০০ পাউন্ড করে জরিমান করেছে পুলিশ ।কারন তারা তাদের বাড়ী থেকে ৫ মাইল দূরে হাঁটতে গিয়েছিলো। পুলিশ বলছে “এটা পিকনিকের সময় নয় এখন লক ডাউন চলছে”।

চীফ অফ দি পুলিশ ফেডারেশন অফ ইংল্যান্ড এবং ওয়েলস এর চেয়ার -জন আপট্যার বলেন,” পুলিশ এবং জনগনের মধ্যে সুন্দর সম্পর্কের মাধ্যমে এই করোনাভাইরস মহামারি মোকাবেলা করতে হবে,”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *