#যুক্তরাজ্য

রোজায় ভ্যাকসিন নেয়ার আহ্বান চি‌কিৎসকদের।

করোনা টিকা নিলে রোজা ভাঙ্গ‌বে না ব‌লে দাবি করেছেন ব্রিটিশ ন্যাশনাল হেলথ সা‌র্ভিস (এনএইচএস)-এর ইসলা‌মিক স্কলার (আলেম) ও শীর্ষ মুসলিম কর্মকর্তারা। একই সঙ্গে রোজাদার মুসলমানদের সু‌বিধার্থে রাত ১০ টার প‌রেও কিছু টিকা কেন্দ্র খোলা রাখার সিদ্ধান্ত নি‌য়ে‌ছে ব্রিটিশ সরকার, যা‌তে ক‌রে ইফতা‌রের পর তারা টিকা নিতে পারেন।

যুক্তরাজ্যে মোট মুসলমান জনসংখ্যার ৩৮ শতাংশ পা‌কিস্তানি এবং ১৫ শতাংশ বাংলা‌দেশি বংশোদ্ভুত। ব্রিটে‌নে ক‌রোনায় মৃত্যুহার সব‌চে‌য়ে বে‌শি এ দুই সংখ্যালঘু ক‌মিউনিটিতে। ব্রিটে‌ন ও বাংলা‌দে‌শে ক‌রোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ চলমান সময়ে রোজা শুরু হচ্ছে। যুক্তরাজ্যে আগামীকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) থে‌কে রোজা শুরু হ‌চ্ছে।

ব্রিটে‌নের বাংলা‌দেশি বং‌শোদ্ভুত চি‌কিৎসক ডা. ফারজানা হো‌সেন সংবাদ মাধ্যমকে ব‌লে‌ছেন, করোনা ভ্যাকসিনে কোনও ধর‌নের নিউট্রেশন নেই। তাই যদি আপ‌নি ভ্যাকসিন নেওয়ার মেসেজ পান তাহলে রোজা রেখেই তা নিতে পারবেন। যারা দ্বিতীয় ডো‌জের অপেক্ষায় আছেন তা‌দের উচিত কোন দ্বিধা দ্বন্দে না থেকে ভ্যাকসিন নেওয়া।

ফারজানা হোসেন ব‌লেন, কোরআনে বলা হ‌য়ে‌ছে, প্রাণরক্ষা সব‌চে‌য়ে বড় বিষয়। ভ্যাকসিন এক একজন মানুষ থে‌কে শুরু ক‌রে পু‌রো মানবতা‌কে রক্ষা ক‌রে। তাই মুসলমান হি‌সে‌বে ভ্যাকসিন নেওয়া আমা‌দের দা‌য়িত্ব।

এনএইচএস-এর বিভাগীয় প্রধান ইমাম ইউনুস দুধওয়ালা ব‌লেছেন, বে‌শিরভাগ মুস‌লিম আলেমরা বলছেন,রোজা রে‌খে ভ্যাকসিন নেওয়া সম্ভব। অর্থাৎ এতে রোজা ভাঙ্গ‌বে না। বিশেষজ্ঞরা বল‌ছেন, টিকাই একমাত্র উপায় নি‌জের ও প্রিয়জ‌নের জীবনরক্ষার করার।

ব্রিটে‌নের প্রাথমিক স্বাস্থ্য সেবা বিভা‌গের ডি‌রেক্টর ডা. নি‌কি কানানী ব‌লে‌ছেন, ব্রিটে‌নের সব ধর্ম বিশ্বা‌সের মানু‌ষের এগিয়ে আসা উ‌চিত টিকা নি‌তে।

এনএইচএ‌সের পর্যবেক্ষণ বিভাগের প্রধান ডা. হা‌বিব নাক‌বি ব‌লে‌ছেন, ব্রিটে‌নের মুস‌লিম আলেম ও মস‌জিদ কর্তৃপক্ষগু‌লো নি‌শ্চিত ক‌রে‌ছে যে, টিকা নেওয়া বা ক‌রোনা শনা‌ক্তে লিটা‌রেল ফ্লো টেস্ট রোজা ভ‌ঙ্গের কারণ হ‌বে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *