#যুক্তরাজ্য

রুশ আগ্রাসন মোকাবেলায় বরিসের পরিকল্পনা।

ইউক্রেনে রুশ আগ্রাসন ঠেকাতে বিশ্বনেতাদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। এ লক্ষ্যে ছয়টি পরিকল্পনার বিষয়ে উল্লেখ করেছেন তিনি।

সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বরিসের। আশা করা হচ্ছে, ওই বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রী তার পরিকল্পনাগুলোর ব্যাপারে বলবেন।

যে ছয় পরিকল্পনা বরিস জনসন সাজিয়েছেন সেগুলোতে তিনি মনে করেন; বিশ্ব নেতাদের উচিৎ ইউক্রেনের জন্য একটি আন্তর্জাতিক মানবিক জোট সংগঠিত করা। এছাড়া নিজের আত্মরক্ষার জন্য দেশটি যেভাবে প্রচেষ্টা চালাচ্ছে তাতে সমর্থন দেয়া; রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো; ইউক্রেনে আগ্রাসনকে রাশিয়া যেভাবে স্বাভাবিক করে তুলছে তা প্রতিহত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেয়া; অবশ্যই যুদ্ধের কূটনৈতিক সমাধানের পথ অনুসরণ করা, তবে এ ক্ষেত্রে ইউক্রেনের বৈধ সরকারের পূর্ণ অংশগ্রহণ থাকতে হবে; ন্যাটো দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও স্থিতিস্থাপকতা জোরদারের কাজ দ্রুত শুরু করা।

সোমবার ট্রুডো ও রুটের সঙ্গে বৈঠকের পর মঙ্গলবার ইউরোপের চার দেশের জোট ভি-ফোর গ্রুপের বৈঠকে অংশ নেবেন বরিস জনসন। বৈঠকে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ার নেতারা অংশ নেবেন। এ বৈঠককে সামনে রেখেই ছয় পদক্ষেপের প্রস্তাব দেন বরিস।

এসব নেতাদের সঙ্গে বৈঠকের আগে প্রধানমন্ত্রী বলেন, পুতিনকে অবশ্যই ব্যর্থ হতে হবে। ইউক্রেনে রুশ আগ্রাসন ব্যর্থ হিসেবেই দেখা উচিত বলে মনে করেন তিনি।

তথ্যসূত্র : বিবিসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *