যুক্তরাজ্যে হিট ওয়েভের এম্বার সতর্কবার্তা জারি।
আগামী ১৪ দিন যুক্তরাজ্যে প্রচন্ড গরম থাকবে আর এজন্য দেশজুড়ে এম্বার সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে স্কুল হলিডের সময় যারা ব্রিটেনের বিভিন্ন জায়গায় হলিডে বুকিং করেছেন যারা তাদের জন্য এই সময়টা মারাত্নক ঝুঁকি তৈরি করতে পারে।
৯ জুলাই রবিবার যুক্তরাজ্যের আবহাওয়ার দপ্তর থেকে এম্বার সতর্কবার্তা জারি করা হয়। রবিবার ৯ জুলাই ২৭ ডিগ্রীর রোদেই মানুষের নাভিশ্বাস উঠেছে । সোমবার ইংল্যান্ড ও ওয়েলসর অধিকাংশ এলাকায় তাপমাত্রা ২৯ থেকে ৩৫ ডিগ্রী পর্যন্ত উঠেছিল। এখানেই যে তাপমাত্রার উর্ধগতি থেমে থাকবে তা নয়, তাপমাত্রা শুধু উঠতেই থাকবে আগামী ২ সপ্তাহ। হিটষ্ট্রোকের মতো ঝুঁকি এড়াতে বলা হচ্ছে নিয়মিত পানি খেতে যাতে পানিশূন্যতা তৈরি না হয়। বাইরে বের হলে সানস্কিন ক্রিম ব্যবহার করার জন্য।
দুই সপ্তাহে উচ্চ তাপমাত্রার জন্য শুস্ক ও গরম বাতাস থাকবে। এই সময় সর্বনিম্ন তারমাত্রাই থাকবে ৩০ ডিগ্রী। এই গরমকে বলা হচ্ছে আফ্রিকার মরুভূমির গরম।
আগামী বৃহস্পতিবারে তাপমাত্রা কিছুটা নামলেও শুক্রবার থেকে আবারো উর্ধমুখী হবে।
সব মিলিয়ে আগামী দু সপ্তাহে ব্রিটেনে যে তাপমাত্রা উঠবে এজন্য উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। প্রতি বছরই ২ থেকে আড়াই হাজার পর্যন্ত মানুষ মারা যান হিটষ্ট্রোকে। বিশেষ করে বয়স্ক মানুষ যারা হৃদরোগের মতো নানা জটিল অসুখে ভূগছেন তাদের জন্য এই সময়টা আসলেই খুব খারাপ। এসময় নানা দূর্ঘটনা ঘটতে পারে। এজন্য এই সময়ে যারা বের হবেন তাদের বিশেষ সতর্কতা নেয়া উচিত। যেমন পানি সাথে রাখা , সাথে ছাতা রাখা। সবচেয়ে ভালো হচ্ছে এই সময়ে প্রয়োজন ছাড়া বের না হওয়া। খুব সমস্যা হলে হাসপাতালের দ্বারস্থ হওয়া উচিত।





