#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক করোনা শনাক্ত।

যুক্তরাজ্যে করোনাভাইরাসে দৈনিক শনাক্তের নতুন রেকর্ড তৈরী হয়েছে। শুক্রবার পাবলিক হেলথ ইংল্যান্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ৪৫ জন। যা এখন পর্যন্ত দৈনিক শনাক্তের সর্বোচ্চ। এর আগে বৃহস্পতিবার আগের সব রেকর্ড ভেঙেছিল, যা ছিল ৮৮ হাজার ৩৭৬ জন।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত যুক্তরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ১ কোটি ১১ লাখ। গত ২৪ ঘণ্টা ১৪৬ জনের মৃত্যু হওয়াতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার। দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থার প্রধান চিকিৎসা উপদেষ্টা ড. সুসান হপকিন্স হাউস অব কমন্সে’র স্বাস্থ্য কমিটির এমপিদের বলেছেন, যুক্তরাজ্যে ওমিক্রনের আর-নম্বর ৩ থেকে ৫-এর মধ্যে। আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। প্রতি দুই দিন অন্তর সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হচ্ছে।

এমন পরিস্থিতিতেও যুক্তরাজ্যে লকডাউন জারি করা হবে না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গত বৃহস্পতিবার তিনি বলেন, আমি জনগণকে বড়দিনের আয়োজন বাতিল করতে বলছি না। কিন্তু সবাইকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *