#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে যথাযত ধর্মীয় ভাব গম্ভীর্যে পালিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর।

স্বাস্থ্যবিধি মেনে, সমাজিক দূরত্ব বজায় রেখে ব্রিটেনে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন মুসলিম উম্মা । প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে একাধিক ঈদ জামাত। ঈদের জামাতে মসজিদগুলোতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনার পাশাপাশি, নির্যাতিত ফিলিস্তিনি মুসলমানদের জন্য বিশেষ দোয়া করা হয়।

গত বছর ঈদুল ফিতরের জামাত মসজিদে আদায় করতে না পারলেও; এবার মসজিদে ঈদের জামাত আদায় করতে পেরে দারুন খুশি মুসল্লিরা।

পূর্ব লন্ডনের মুসলিম সম্প্রদায়ের মানুষ করোনা মহামারির বিধিনিষেধ মেনে বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন । সকাল থেকেই প্রতিটি মসজিদে মুসল্লিদের প্রচন্ড ভীড় লক্ষ্য করা যায়।

ইউরোপের অন্যতম বৃহৎ মসজিদ ইস্ট লন্ডন মসজিদে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কমিউনিটির মানুষ অংশ নেন। ব্রিকলেইন জামে মসজিদেও অনুষ্ঠিত হয় ৪টি ঈদ জামাত। এই মসজিদেও অংশ নেন বিপুল সংখ্যক বাংলাদেশী কমিউনিটির মানুষ।৪ টি জামাত অনুষ্ঠিত দারুল উম্মাহ মসজিদেও, একাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বায়তুল আমান জামে মসজিদ ও ফোর্ড স্কয়ার মসজিদেও।

এদিকে, ইংল্যান্ডের মধ্যে বড় পরিসরে খোলা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কলচেস্টারের কাসল পার্কে। এতে ১২শ‘র বেশি লোক সমাগম ঘটে।

তবে নিয়মের কারণে গত বছরের মত এ ঈদেও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে ঘরে গিয়ে দেখা করার সুযোগ থেকে বঞ্চিত কমিউনিটির মানুষ।

নামাজ আদায়ের ব্যাপারে লকডাউনে কিছুটা শিথিলতার কারণে এলাকার সবগুলাে মসজিদে একাধিক ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। বিশেষ করে সবচে বড় মসজিদ হাউন্সলাে জামে মসজিদে মুসুল্লীদের ভীড় ছিলাে চােখে পড়ার মতাে। এছাড়া হাউন্সলাে মুসলিম সেন্টার, আল ফুরকান মসজিদেও একাধিক ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *