#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে প্রাইমারি স্কুলে যৌন শিক্ষা বাধ্যতামূলেক হচ্ছে !

২০২১ সালের সেপ্টেম্বর থেকে ব্রিটেনের প্রাইমারি স্কুল থেকে সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা বাধ্যতামূলেক করা হচ্ছে। আগামী বছর থেকে প্রাইমারিতে নতুন কারিক্যুলামে সেক্স বিষয়ে পড়ানো হবে। প্রাইমারি স্কুলে সেক্স বিষয়ে পড়ানোটা অনৈতিক হয়ে যাচ্ছে বলে মনে করেন ব্রিটেনের প্রায় ৯০ টি সংগঠন। সংগঠনের ১১০০০ মানুষের মধ্যে জরিপে এমন তথ্য উঠে এসেছে।

দি ডিপার্টমেন্ট অফ এডুকেশন কর্মকর্তা বলেন,”আগামী সেপ্টেম্বর ২০২১ থেকে প্রাইমারি স্কুল থেকে রিলেশন্সশীপ এ্যান্ড সেক্স এডুকেশন নতুন এই কারিক্যুলাম বাধ্যতামূলেক করা হবে। নতুন এই পাঠ্যবস্তুতে শিশুরা উপকৃত হবে। এতে সকল অভিবাবক বা বাবা মাকে সহযোগিতা করতে হবে,”।

এ্যাডভাইজার ফর প্রাইমারি স্কুল অন অ্যানকারেইজ পেরেন্টস অন রিলেশনশীপ এডুকেশনের মতে শিক্ষকরা মনে করেন, সমাজ, সামাজিক অবস্থান, সংস্কৃতি, স্বাস্হ্য স্বচেতনতা শিক্ষা দেওয়ার সাথে সাথে সেক্স সম্পর্কে শিক্ষা দেওয়া জরুরী। সেই সাথে শুধু সেক্স নয় ভালোবাসার ভিন্ন ভিন্ন রুপ আছে সে বিষয় গুলি সম্পর্কে ধারনা ছোটবেলা থেকেই দেওয়া উচিত।

শিক্ষকরা মনে করেন বাবা মা বাসাতেই সন্তানদের ভালোবাসার ভিন্ন রুপ বা সেক্স সম্পর্কে আলোচনা করা উচিত। কিন্তু বেশিরভাগ অভিভাবকের মতে, বিশেষ করে মুসলমান অভিভাবকরা, প্রাইমারি স্তরে এই শিক্ষার ঘোর বিরোধী। তারা মনে করেন, এতো অল্প বয়সে শিশুরা এই ধরনের পাঠ্যদানের মাধ্যমে মানসিক বিপর্যয়ে পড়বে।

গত বছর বারমিংহামে কয়েকটি প্রাইমারি স্কুলে সেক্স এডুকেশন ক্লাস শুরু করলেও অভিভাবকদের চাপের মুখে স্কুল কর্তৃপক্ষ তা বন্ধ করতে বাধ্য হয়।

পলিসি অফ স্কুল লিডার জেম্স বোয়েন বলেন, “নতুন করে চালু হতে যাওয়া রিলেশন, সেক্স এ্যান্ড হেল্থ এডুকেশন করিকুলাম লং টাইমের জন্য বেনিফিটেড হব,”।

এসোসিয়েশন অফ স্কুল এ্যান্ড কলেজ লিডারের ডিরেক্টর – জুলি ম্যাকচুলাস বলেন’” নতুন কোন বিষয় বা কারিক্যুলাম বাধ্যতামূলেক করার পূর্বে অবশ্য অভিভাবকদের মতামত নেওয়া প্রয়োজন ছিলো,”।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *