যুক্তরাজ্যে চাইল্ড বেনিফিট বাড়াছে।
লক্ষাধিক পরিবার আগামী এপ্রিল থেকে চাইল্ড বেনিফিট প্রতি সপ্তাহে প্রথম সন্তানের জন্যে ১০ শতাংশ এবং পরবর্তী সন্তানদের জন্যে ৫ শতাংশ হারে বেশি পাবে। সার্বিক মূল্য বৃদ্ধির হওয়ার কারণে সরকার এটি বাড়িয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ পত্রিকা মিরর। আগামী ১২ এপ্রিল থেকে প্রত্যেক পরিবার প্রথম সন্তানের জন্য প্রতি সপ্তাহে ২১.১৫ পাউন্ড এবং পরবর্তী সন্তানের জন্যে প্রতি সপ্তাহে ১৪ পাউন্ড পাবেন করে পাবেন।
সাধারণত ১৬ বছর বয়স পর্যন্ত চাইল্ড বেনিফিট দেয়া হয়। তবে কেউ পূর্ণ সময় শিক্ষায় থাকলে এই সুবিধা ২০ বৎসর পর্যন্ত পাওয়া যায়।
এই বেনিফিট প্রতি চার সপ্তাহ অন্তর সোমবার বা মঙ্গলবারে প্রদান করা হয়। পিতামাতা বা অভিভাবক এই চাইল্ড বেনিফিটের জন্যে আবেদন করতে পারেন। মাস হিসাব অনুযায়ী বড় শিশু ৮৪.৬০ পাউন্ড এবং পরবর্তী শিশুরা ৫৬.০০ পাউন্ড করে পাবেন ।
চাইল্ড বেনিফিট সহায়তার পাশাপাশি সরকার রাষ্ট্রীয় পেনশন ২.৫% এবং ইউনিভার্সাল ক্রেডিট 0.৫% বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে।





