#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ঘরভাড়া দিতে পারছেন না ৮ লাখ ৪০ হাজার ভাড়াটিয়া !

করোনা মহামারির কবলে সারা বিশ্ব। সর্বস্তরের মানুষ অর্থনৈতিক দৈন্যতার শিকার। সবাই মহামারির সাথে যুদ্ধ করে বেঁচে থাকার আপ্রাণ চেস্টা করে যাচ্ছেন প্রতিদিন, প্রতিমূহুর্তে।

করোনাভাইরসের কারণে, যুক্তরাজ্যের মত শক্তিশালী অর্থনীতির দেশে বেকার হয়ে পরেছেন হাজার হাজার মানুষ। ভাড়া বকেয়া পড়েছে ৮ লাখ ৪০ হাজার ভাড়াটিয়ার। ৫ জনের ১ জন ঋণগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছেন। এর ফলে বাড়িওয়ালারা ভোগান্তিতে পড়েছেন। কোভিড পরিস্থিতির পরিবর্তন না হলে এবং সরকার যদি দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারে তাহলে ভাড়াটিয়ারা আরো সংকটে নিপতিত হওয়ার আশংকা রয়েছে।

পরিসংখ্যান বলছে, গত বছরের আগস্টের চাইতে এখন ভাড়া বাকি এমন ভাড়াটিয়ার সংখ্যা দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এদের মধ্যে ১৪ শতাংশের প্রয়োজন ১৮ থেকে ২৪ বছরের মধ্যে।

ল্যান্ডলর্ডস অ্যাসোসিয়েশনের গবেষণা বলছে, অন্তত ৭ শতাংশ ভাড়াটিয়া ভাড়া পরিশোধ করতে পারছেন না। এদের গড় ভাড়া বাকি আছে ২৫১ থেকে ৫’শ পাউন্ড পর্যন্ত। ১৮ শতাংশের ভাড়া বাকি আছে ১ হাজার পাউন্ড। এধরণের বেসরকারি ভাড়াটিয়ার সংখ্যা দেড় লাখের মত।

দাতব্য প্রতিষ্ঠান শেল্টারের প্রধান নির্বাহী বলেন, ১ কোটি ১০ লাখ মানুষ ভাড়া বাসায় আছেন এবং কোভিড-১৯ মহামারীতে তারা কঠিন এক আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। বেকার কিংবা কাজের পরিমাণ কমে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *