যুক্তরাজ্যে করোনা ভাইরাসের কারনে সাধারণ রোগীরা সেবা থেকে বঞ্চিত।
করোনাভাইরাস মহামারির কারনে যুক্তরাজ্যে শুধু করোনা রোগীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ক্যান্সার সহ অন্যান্য রোগে আক্রান্ত রোগীরা হাসপাতালে জরুরী সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এক সমীক্ষায় দেখা গেছে প্রায় ৪.৬ মিলিয়ন রোগী ২০২০ সালে তাদের কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন।
বিভিন্ন রোগে আক্রান্ত রোগী এবং যাদের অস্ত্রপাচার সহ ডাক্তারের সরাসরি চিকিৎসা নেওয়া প্রয়োজন এমন ৫ মিলিয়ন রুগী আছেন ওয়েটিং লিস্টে। বিশেষ করে ক্যান্সার, গুরুতর অসুস্থ এবং অপারেশন প্রয়োজন রোগীরা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছেন।
এনএইচএস এর সেবার মান অক্ষুন্ন রাখতে সরকার আরো ৬.৬ বিলিয়ন পাউন্ড বরাদ্দ দিয়েছে এ বছর।
হেল্থ সেক্রেটারি ম্যাথ হ্যানকক বলেছেন, “করোনাভাইরাস মহামারি মোকাবেলায় এনএইচএস সর্বোচ্চ সেবা দিয়ে যাচ্ছে। এনএইচএস এর উন্নত সেবা অক্ষুন্ন রাখতে সরকার আরো ৬.৬ বিলিয়ন পাউন্ড বরাদ্দ রাখা হয়েছে। প্রয়োজনে আরো অর্থ বরাদ্দ দেওয়া হবে। সেবার মান অক্ষুন্ন রাখতে সব ধরণের সহযোগিতা করবে সরকার” ।
ভ্যাকসিন দিয়ে কিছুটা স্বস্থি পাওয়া গেলেও ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নতুন করে দুশ্চিন্তায় ফেলেছে। অন্যদিকে আশার কথা হচ্ছে ব্রিটেনের প্রাপ্ত বয়স্কদের অর্ধেকের বেশি মানুষ করোনার উভয় ডোজ টিকা গ্রহন করেছেন। বৃহস্পতিবার এই মাইল ফলক অর্জন হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন হেলথ সেক্রেটারী। এদিকে করোনার দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।





