#যুক্তরাজ্য

যুক্তরাজ্যে কমিউনিটির মাধ্যমে ছড়াচ্ছে ওমিক্রন: সাজিদ জাভিদ।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন কমিউনিটির মাধ্যমে সংক্রমণ ছড়াচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। তিনি জানান ইংল্যান্ডের একাধিক এলাকায় ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়ছে। তবে ভ্যারিয়েন্টটি মহামারির পর্যায়ে পৌঁছাবে কিনা তা বলার সময় এখনও আসেনি তিনি মনে করেন।

ভাইরাসের বিস্তার ঠেকাতে আরও কঠোর নিয়ম আরোপের পক্ষে অবস্থান নিয়ে সাজিদ জাভিদ পার্লামেন্টে বলেন, বিজ্ঞানীরা যখন ভ্যারিয়েন্টটি পর্যবেক্ষন করছেন, তখন সরকার কোনও সুযোগই ছাড়বে না। গত মাসে দক্ষিণ আফ্রিকায় ভ্যারিয়েন্টটি প্রথম শনাক্ত হয়।

সাজিদ জাভিদ জানান, বর্তমানে ইংল্যান্ডে ২৬১, স্কটল্যান্ডে ৭১ এবং ওয়েলসে ৪- মোট ৩৩৬ জন ওমিক্রন আক্রান্ত রোগী রয়েছেন। তিনি বলেন, ‘এসবের মধ্যে এমন রোগী রয়েছেন যাদের আন্তর্জাতিক ভ্রমণের ইতিহাস নেই, ফলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে, বর্তমানে ইংল্যান্ডের একাধিক অঞ্চলে কমিউনিটির মাধ্যমেই সংক্রমণ ছড়াচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্ট।’

নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং আরও নয়টি দেশ থেকে ব্রিটেনে যেতে ইচ্ছুকদের যাত্রা শুরুর আগেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক এবং হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে।

আন্তর্জাতিক যাত্রীদের কোয়ারেন্টিনের জন্য হোটেল কক্ষের সংখ্যা এই সপ্তাহে দ্বিগুণ করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *