#যুক্তরাজ্য

মার্কস অ্যান্ড স্পেন্সারের ৭০০০ কর্মী ছাটাইয়ের ঘোষণা

করোনা মহামারির কারনে যুক্তরাজ্যে লক ডাউন ছিলো দীর্ঘদিন। পরবর্তীতে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিলেও আগের মত গ্রাহক পাওয়া যাচ্ছেনা।

যুক্তরাজ্যের অন্যতম পোষাক বিক্রেতা প্রতিষ্ঠান মার্কস এ্যান্ড স্পেন্সার যা সংক্ষেপে এম এ্যান্ড এস নামে পরিচিত, করোনা মহামারীর কারণে দারুন ভাবে তারল্য সংকটে পড়েছে। বিক্রি তেমন ভাবে না হওয়ায় কর্মীদের বেতন, ব্যবস্থাপনা ব্যয় সহ অন্যান্য আনুসাঙ্গিক খরচ যোগাতে গিয়ে প্রতিষ্ঠানটির ঋণের বোঝা বাড়ছে। পাশাপাশি অধিক সংখ্যক ক্রেতাদের অনলাইন নির্ভরতা দোকান নির্ভর ব্যবসাকে আরো ঝুঁকিতে ফেলে দিয়েছে। যদিও এম এ্যান্ড এস বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা দিতে গিয়ে কর্মী চাটাইয়ের প্রয়জোনীয়তা তুলে ধরার চেষ্ঠা করেছে।

এম এ্যান্ড এস এর প্রধান নির্বাহী স্টেভ রওয়ে বলেন, “কাস্টমার আর আগের মত শপে এসে তাদের পছন্দ মত পোষাক কিনছেন না। বর্তমানে অন লাইনে অর্ডার দিয়ে বাসায় বসে পছন্দের মত পোষাক পেয়ে যাচ্ছেন। আমরা এ অর্ডার দেওয়ার ৩০ মিনিটের মধ্যেই মালপত্র বাসায় ডেলিভারী দিচ্ছি। কাস্টমাররা এখন অন লাইনের উপর বেশী স্বাচ্ছন্দ বোধ করছেন। যেহেতু শপে বেশী কাস্টমার আসছেন না এ জন্য বেশী শ্রমিক প্রয়োজন হচ্ছে না তাই শ্রমিক ছাঁটাই করা হচ্ছে”। পর্যায় ক্রমে ৭০০০ শ্রমিক ছাঁটাই করা হবে।

শুধু যে এম এ্যান্ড এস কম্পানী থেকে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে তা নয়। জন লুইজ থেকে শ্রমিক ছাঁটাই করা হয়েছে ৫৩০০ জন। ডব্লিউ এইচ স্মিথ শপ থেকে ১৫০০।

এছাড়া অন্যান্য কোম্পানী থেকে করোনাভাইরস মহামারির পরবর্তীতে প্রতিদিন কোন না কোন কোম্পানী ,শপ এবং ব্যাবসা প্রতিস্ঠান থেকে শ্রমিক ছাঁটাই করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *