মহামারিতে বেড়েছে ব্রিটেনের অর্থনীতি।
করোনা ভাইরাসের মহামারির মধ্যেও ২০২১ সালে যুক্তরাজ্যে ৭.৫ শতাংশ প্রবৃদ্ধি ঘটেছে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে বলা হয়েছে, লকডাউনের মধ্যেও ২০২০ সালের তুলনায় এগিয়ে ছিল ২০২১ সালের অর্থনীতি। গত ডিসেম্বরে ওমিক্রনের কারনে কিছুটা পিছিয়ে গেলেও সামগ্রিকভাবে অর্থনীতির সূচক গতি পায়।
২০২০ সালে কোভিড ও লকডাউনে অর্থনীতির প্রবৃদ্ধি ৯.৪ শতাংশ শ্লথ হয়ে পড়ে। যা গত বছর, পুনরুদ্ধার করতে সক্ষম হয় ব্রিটেন। যদিও গত ডিসেম্বরে শুন্য দশমিক দুই শতাংশ সংকুচিত হয়। ডিসেম্বরে ওমিক্রনের কারনে খুচরা ব্যবসা ও সেবা খাতের ব্যবসা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।
ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান বিষয়ক সংস্থার পরিচালক ডারেন মরগান বলেছেন, ডিসেম্বরে বিপর্যয় সত্ত্বেও এনএইচএস (জাতীয় স্বাস্থ্য সেবা), কুরিয়ার ও কর্মসংস্থান এজেন্সির সমর্থনে ব্রিটেনের অর্থনীতি গতি পায়। জিডিপি জোরালো ভাবে বেড়েছে।





