মঙ্গলবার থেকে যুক্তরাজ্যে রমাদান শুরু।
প্রতি বছর যুক্তরাজ্য সহ ইউরোপ ও মধপ্রাচ্যের অন্যান্য দেশগুলি সৌদি আরবের সাথে তাল রেখে রোজা পালন করে থাকে। ভৌগলিক অবস্থান বিবেচনায় সৌদির সাথে সামাঞ্জস্য রাখাটাই সঠিক বলে মনে করেন ইউরোপের আলেমরা। সেই সুবাদে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের দেশগুলিতে পবিত্র মাহে রমাদানের সূচনা হবে।
রোববার সৌদি শরিয়া কাউন্সিলের বরাত দিয়ে গালফ নিউজ এই বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, সৌদির জাতীয় চাঁদ দেখা কমিটি নিশ্চিত করে যে, রোববার রাতে রমাদান মাসের চাঁদ দেখা যায়নি, ফলশ্রুতিতে শাবান মাস ৩০ দিনেই সমাপ্ত হবে। যেহেতু আরবী মাস ৩০ দিনেই শেষ হয় তাই মঙ্গলবার অবধারিতভাবে রমাদান মাসের প্রথম দিন হবে।
সৌদি আরবের ঘোষণা আসার সাথে সাথেই ইউনাইটেড আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলি মঙ্গলবারে প্রথম রমাদান উৎযাপনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। যুক্তরাজ্য সহ ইউরোপের বাকি দেশগুলিও মঙ্গলবারে মাহে রমাদানের প্রারম্ভের প্রস্তুতি নিচ্ছে।





