#যুক্তরাজ্য

ব্রেকিং নিউজঃ বাংলাদেশ থেকে ব্রিটেনে আসলেই ১০ দিনের কোয়ারেন্টাইন ! বিমানে সিট নাই !!

আজকে ব্রিটেন সরকার এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে যে, বাংলাদেশ, পাকিস্তান, কেনিয়া, ফিলিপাইন কে তাদের কোরোনা রেড লিস্টে অন্তর্ভুক্ত করেছে।

নতুন এই নিয়মে ৯ই এপ্রিল শুক্রবার থেকে যারা এই সমস্ত দেশ থেকে ব্রিটেনে আসবেন তাদের নিজ খরচে ব্রিটেন সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে ১০ দিনের সেলফ আইসলেশনে থাকতে হবে। এখানে উল্লেখ্য যে, ১০ দিনের সেলফ জন্যে প্রত্যেক যাত্রীকে £১৭৫০ (পাউন্ড) হোটেল খরচ এবং কোরোনা টেস্টের জন্যে আরো £২১০ (পাউন্ড) সর্বমোট £১৯৬০ পাউন্ড সরকার কে পরিশোধ করতে হবে।

এদিকে নতুন এই প্রকাশ হওয়ার পর ব্রিটিশ বাংলাদেশী শহর সিলেটে অবস্থানরত ব্রিটিশ বাংলাদেশীদের মধ্যে ব্যাপক অস্থিরতা শুরু হয়েছে। ৯ই এপ্রিলের মধ্যে ইউ কে ফিরতে বিমান অফিস ও ট্রাভেল এজেন্সি সাথে যোগাযোগ করে টিকেট পরিবর্তন করতে মরিয়া হয়ে উঠেছেন। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ কোনো বিশেষ পরিকল্পনার নিবে কি না এ ব্যাপারে এখনো কিছুই জানায় নাই। কিন্তু সিলেট বিমান অফিস বলছে তাদের কাছে কোনো সিট খালি নাই। তাৎক্ষণিক ভাবে কিভাবে সব সিট বুকিং হয়ে গেলো এই নিয়ে স্থানীয় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করছেন।

ব্রিটিশ সরকার আরও বলেছে যে, তৃতীয় বিশ্বের এই দেশ গুলোতে কোরোনা সংক্রামন হার মারাত্মক আকারে বৃদ্ধি পাওয়ায় তারা এই পদক্ষেপ নিয়েছে।

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *