ব্রিটেন জুড়ে আবার কোরোনার আশংকা। ১লক্ষ ২০হাজার মানুষের মৃত্যুর শঙ্কা।
শীতকালীন সময়কে সামনে রেখে আবার কোরোনার ফিরে আসার আশংকা করছে সরকার। আর এ জন্যে NHS কে যথাযথ প্রস্তুতি নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আবার এও বলা হয়েছে যদি প্রস্তুতি নিতে ব্যর্থ হয় তাহলে মৃত্যু হতে পারে ১লক্ষ ২০ হাজার মানুষের।
একাডেমি অফ মেডিকেল সাইন্স থেকে প্রকাশিত রিপোর্টে স্যার প্যাট্রিক ভ্যালেন্স এ আশঙ্কার কথা উল্লেখ করেন। তিনি সরকারের এই সংস্থার প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা। তিনি, তার রিপোর্টে আরও বলেন ২য় দফার আক্রমন অতীতের চেয়ে অনেক বেশী ভয়াবহ হতে পারে এবং তা আয়ত্বের বাহিরে চলে যেতে পারে। এর প্রভাবে আগামী জুন পর্যন্ত ১লক্ষ ২০ হাজার মানুষের মৃত্যু হতে পারে।
উল্লেখ্য ব্রিটেন জুড়ে কোরোনার প্রভাবে এখন পর্যন্ত ৪৫ হাজারের অধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা অনেক কমে এসেছে এবং জনজীবন ও স্বাভাবিক হতে শুরু করেছে। এরই মধ্যে সরকার ২৪শে জুলাই থেকে স্টোর ও সুপার স্টোর, বাস, ট্রেন ব্যবহারের ক্ষেত্রে ফেসমাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে। অন্যথায় ১০০ পাউন্ড জরিমানা ধার্য করা হয়েছে।





