#যুক্তরাজ্য

ব্রিটেনের অর্থনৈতিক মন্দা চরমে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার মুখোমুখি হচ্ছে ব্রিটেন। লকডাউন জারি করার পর এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই অর্থনৈতিক মন্দা প্রকট হয়ে উঠে।

ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অধিদপ্তরের একটি প্রতিবেদনে এই তথ্য উঠে আসে।

প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম তিনমাসের তুলনায় এপ্রিল থেকে জুন মাস নাগাদ ব্রিটেনের অর্থনীতি ২০.৪ শতাংশ সংকুচিত হয়ে যায়।

তবে কর্মকর্তারা বলছেন, জুলাই মাসে চলাচলে নিষেধাজ্ঞা সহজ হতে শুরু করার পর অর্থনীতি আবার সচল হয়ে উঠেছে। অর্থনীতির চাকা সচল করতে ইতিমধ্যে একাদিক প্রদক্ষেপ নিয়েছেন চ্যানেঞ্জলর ঋষি সোনাক।

দেশটির অর্থনৈতিক পরিসংখ্যানবিদ জোনাথন অ্যাথো বলেন, জুলাই মাসে দোকানপাট খুলেছে, কলকারখানায় উৎপাদন শুরু হয়েছে, আবাসন শিল্প আবারও সচল হয়েছে। আর এর মধ্য দিয়ে অর্থনীতির চাকা আবারও ঘুরতে শুরু করেছে।’

ব্রিটেনে করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে দোকানপাট, কল-কারখানা ও নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এমন অবস্থায় থমকে পড়ে দেশটির অর্থনীতি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *