#যুক্তরাজ্য

প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হবে শনিবারে।

রানী দ্বিতীয় এলিজাবেথ এর ৭৩ বছরের জীবন সঙ্গি, ডিউক অব এডিনবরা গত শুক্রবার ৯ এপ্রিল ৯৯ বছর বয়সে উইন্ডসর ক্যাসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী শনিবার তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

প্রিন্স ফিলিপের মৃত্যুতে আট দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে ব্রিটেনে। অর্ধনমিত রাখা হয়েছে সমস্ত সরকারি দপ্তরের জাতীয় পতাকা। পার্লামেন্টে এই সময় পাস করা হবে না কোনও আইন। টেলিভিশনের সঞ্চালকরা পরছেন কালো পোশাক। প্রয়াত প্রিন্সকে শ্রদ্ধা জানাতে ব্রিটেনের অন্তর্ভুক্ত চারটি দেশের রাজধানী শহরে গান স্যালুট দেওয়া হয়েছে।

শনিবার দুপুর নাগাদ লন্ডন, কার্ডিফ, বেলফাস্ট, এডিনবরায় ৪১ রাউন্ড গুলি ছোড়া হয়। এছাড়াও রয়্যাল নেভির জাহাজ থেকেও গুলি ছুড়ে প্রয়াত ডিউক অব এডিনবরাকে সম্মান জানানো হয়।

উল্লেখ্য, রানি ভিক্টোরিয়ার মৃত্যুতে সম্মান জানাতে ১৯০১ সালে এভাবেই গান স্যালুট দেওয়া হয়েছিল।

দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের উইন্ডসোর ক্যাসেলের সেন্ট জর্জ চ্যাপেলে ১৭ এপ্রিল শনিবার বিকাল ৩টায় তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। কোভিড বিধিনিষেধের কারণে প্রিন্স ফিলিপের অন্তেষ্টিক্রিয়ায় তার পরিবারের ঘনিষ্ট ৩০ জন সদস্য যোগ দিতে পারবেন। একারণেই ব্রিটিশ প্রধানমন্ত্রী এতে যোগ দিচ্ছেন না। শেষকৃত্য অনুষ্ঠানটি বিবিসি সহ বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে।

বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, ডিউকের শেষ কৃত্য রাষ্ট্রীয় পর্যায়ে হবে না। সেটি হবে রাজপরিবারের আনুষ্ঠানিক রীতি অনুযায়ী রাজকীয় অন্ত্যেষ্টি। বাকিংহাম প্রাসাদের মুখপাত্র বলেছেন ডিউকের শেষ কৃত্য হবে তার শেষ ইচ্ছা মেনে।

এই অনুষ্ঠানে তাঁর বর্ণময় দীর্ঘ জীবনের নানা দিক প্রতিফলিত হবে। মহামারির নিয়মবিধি মেনে প্রিন্স ফিলিপের শেষকৃত্যানুষ্ঠান সীমিত আকারে করা হবে বলে জানানো হয়েছে। রানি এই অনুষ্ঠানের পরিকল্পনা অনুমোদন করেছেন।

উইন্ডসর কাসেলের নিজস্ব চ্যাপেল সেন্ট জর্জেস চ্যাপেলে ডিউক অফ এডিনবারার মরদেহ শায়িত রাখা হয়েছে। প্রাসাদ থেকে জানানো হয়েছে, তার কফিন ঢাকা আছে তার ব্যক্তিগত পরিচিতি বহনকারী কাপড়ে এবং তার ওপর সাজানো রয়েছে পুষ্পস্তবক।

শনিবার তার কফিন উইন্ডসর কাসেলের প্রবেশদ্বার থেকে গাড়িতে তোলা হবে। ডিউক নিজেই এই যাত্রার পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন।

প্রাসাদ থেকে বলা হয়েছে, প্রিন্স অফ ওয়েলস, প্রিন্স চালর্স সহ রাজপরিবারের সদস্যরা ডিউক অফ এডিনবারার কফিনের পেছনে পায়ে হেঁটে চ্যাপেলে যাবেন, তবে রানি যাবেন আলাদাভাবে।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৭৩ বছরের জীবনসঙ্গী, তার স্বামী ডিউক অফ এডিনবারা ৯৯ বছর বয়সে শুক্রবার উইন্ডসর প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে কোন রাজা বা রানির এত দীর্ঘসময়ের জীবনসঙ্গী আর কেউ ছিলেন না। প্রিন্স ফিলিপ, রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামীর ৯৯ বছর বয়সে প্রয়াণের খবর শুক্রবার ঘোষণা করা হয় বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে।

প্রিন্স ফিলিপ শারীরিক অসুস্থতার কারণে লন্ডনের কিং এডওয়ার্ড হাসাপাতালে ভর্তি হয়েছিলেন এবছরের ১৬ই ফেব্রুয়ারি। পরে লন্ডনে হৃদরোগের জন্য বিশেষ হাসপাতাল সেন্ট বার্থলোমিউ হাসপাতালে তার পুরনো হৃদযন্ত্রের সমস্যার কারণে তার সফল অস্ত্রোপচারও হয়েছিল। এক মাস চিকিৎসার পর ১৬ই মার্চ তিনি উইন্ডসর কাসেলে ফিরে যান। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুক্রবার সকালে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *